ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ বাতিল হয়ে গিয়েছে। পুরো দক্ষিণ আফ্রিকা দল ফিরে গিয়েছে নিজের দেশে। কিন্তু দেশে ফিরে গিয়েও ওদের পিছু ছাড়ছে না করবোনা আতঙ্ক কারণ দক্ষিণ আফ্রিকা দল লখনৌতে যে হোটেলে ছিলেন সেই হোটেলেই ছিলেন করোনা আক্রান্ত বলিউডের গায়িকা কনিকা কাপুর।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ছিল ধর্মশালায় কিন্তু বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি ভেস্তে যায় তারপর দ্বিতীয় ম্যাচ খেলার জন্য দুই দলই পৌঁছে যায় লখনৌতে। কিন্তু তারপরেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় এই সিরিজ বাতিল করা হল। জানা গিয়েছে লখনৌতে যে হোটেলে দক্ষিণ আফ্রিকা টিম ছিল সেই হোটেলে তখন ছিলেন বলিউডের গায়িকা কনিকা কাপুর আর তিনি সেই সময় করোনা আক্রান্ত ছিলেন।
9 ই মার্চ লন্ডন থেকে মুম্বাই আসেন কনিকা কাপুর। তারপর তিনি লখনৌ যান তার মামা বাড়ির লোকজনের সাথে দেখা করতে। সেখানে গিয়ে তিনি যেই হোটেলে উঠেছিলেন সেই হোটেলে থাকার ব্যবস্থা করা হয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। তার কিছুদিন পরেই জ্বর আসে কণিকা কাপুরের, চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন করোনা ভাইরাস কনিকা কাপুর এর শরীরে পজিটিভ রয়েছে। এই খবর জানাজানি হওয়ার পর থেকেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল প্রবল চিন্তায় রয়েছে।