দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়লো তরুণ ভারতীয় দল! বার্গার, জর্জির দাপটে সিরিজে সমতায় ফিরলো প্রোটিয়ারা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টসে হারতেই যেন ম্যাচে হেরে গেলো ভারতীয় দল (Indian Cricket Team)। সেন্ট জর্জেস পার্কের যে মাঠে সাই সুদর্শন (Sai Sudharsan), লোকেশ রাহুলরা (KL Rahul) নান্দ্রে বার্গার, বিউরান হেন্ড্রিক্সদের অতি কষ্টে সামলে ২০০ রানের গন্ডি টপকাতে পেরেছিল, সেই পিচেই অতি সহজে শতরান করে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa vs India) সিরিজে সমতা ফেরালেন টনি দে জর্জি (Tony de Zorzi)।

গত ম্যাচে টসে হেরে ও দক্ষিণ আফ্রিকাকে দাপট দেখিয়ে হারিয়েছিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে অলআউট করে ১৭ ওভারের মধ্যে সেই রান তাড়া করে ফেলেছিল ভারত। কিন্তু তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা গেল উলট পুরান।

এদিন ভারত ব্যাটিং করতে নামার পর ফের একবার ব্যর্থ রুতুরাজ। ভারতকে আবারও একবার টানেন সাই সুদর্শন। নভজ্যোৎ সিং সিধুর পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের ওডিআই অভিষেকে পরপর দুই ম্যাচে ৫০ রানের গন্ডি অতিক্রম করেন তিনি এদিন।

আরও পড়ুন: ধোনি যতই ট্রফি জিতুক, সেরা থাকবে সৌরভই! মন্তব্য ভারতীয় দলে খেলা ৩ বারের IPL জয়ী তারকার

এরপর তার ৮৩ বলে ৬২ এবং অভিজ্ঞ লোকেশ রাহুলের ৬৪ বলে ৫৬ রানের ইনিংসে ভর করে ২০০ রানের গন্ডি টপকাতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। নিজের প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামা রিঙ্কু সিং ১৪ বলে মাত্র ১৭ রান করে আউট হন। শেষদিকে অর্শদীপ কিছুটা চালিয়ে খেলে ১৭ বলে ১৮ রান করেন।

আরও পড়ুন: ৩ টি কারণ, যার জন্য IPL-এ রেকর্ড পরিমাণ অর্থে স্টার্ককে কিনে ভুল করলো গম্ভীরের KKR!

প্রোটিয়া শিবিরের হয়ে সর্বোচ্চ উইকেট নেন নান্দ্রে বার্গার। ১০ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এরপরে রান তাড়া করতে নেমে ধীর গতিতে হাফসেঞ্চুরি করে আউট হন রেজা হেন্ড্রিক্স। কিন্তু আক্রমণের রাস্তাই বেছে নিয়েছিলেন টনি দে জর্জি। ১২২ বলে ৯টি চার ও ৬টি ছক্কা সহ ১১৯ রান করেন জর্জি। অর্শদীপ সিং ও রিঙ্কু সিং ১ টি করে উইকেট নিলেও লাভ হয়নি। ৪৩ ওভারের মধ্যে প্রয়োজনীয় রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর