বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে মাথায় হাত রোহিতের ভারতের! হাতছাড়া হবে বড় অ্যাডভান্টেজ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে ভারতের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। কয়েকটি হাড্ডাহাড্ডি ম্যাচ ইতিমধ্যেই উপহার পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। বেশ কিছু ম্যাচে দাপট দেখিয়ে জয় পেয়েছে নামিদামি দলগুলি। ইতিমধ্যে বিশ্বকাপ শুরু হওয়ার প্রথম ১০ দিনের মধ্যেই একটি মারাত্মক অঘটনও দেখেছে ক্রিকেট বিশ্ব। তারই মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) মাঠে নামার আগে ভারতীয় দলের (Indian Cricket Team) পারফরম‍্যান্স নিয়ে সন্তুষ্ট ভারতীয় ক্রিকেট সমর্থকরা।

ভারতীয় দল চলতে বিশ্বকাপে এখনো অবধি প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান এবং তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছে। এর মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া ম্যাচ বাদে আর কোনও ম্যাচে এক মুহূর্তের জন্যও ভারতের জয় নিয়ে সংশয় তৈরি হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে, আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে এবং পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে রোহিত শর্মার দল।

দুর্দান্ত রান রেট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শেষ স্থানে অবস্থান করছে ভারত। কিন্তু তাদের এই খুশি দীর্ঘস্থায়ী হবে বলে মনে করা হচ্ছে না। কারণ বিশ্বকাপে এই মুহূর্তে দুরন্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা আজ মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ খাতায়-কলমে অনেক দুর্বল নেদারল্যান্ডস। আর এই মুহূর্তে প্রোটিয়ারা যেরকম ছন্দে রয়েছেন তাতে এই ম্যাচে তারা যে বড় ব্যবধানে জয় পাবে না, তেমনটা ভাবার কোনও কারণ নেই।

আরও পড়ুন: ২০১৫ ও ২০১৯ সালে হয়েছিল! ২০২৩-এ হলে এই ভারতীয় কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা

আজ যদি নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে একটি বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা, তাহলে ভারতকে টপকে তারা শীর্ষস্থানে পৌঁছে যাবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নেদারল্যান্ডের বিরুদ্ধেই লজ্জার হারের মুখোমুখি পড়তে হয়েছিল তাদের। আর এই মুহূর্তে তারা যেরকম ছন্দে রয়েছে তাতে ভারত ছাড়া আর কোনও দলের পক্ষে তাদের আটকানো সম্ভব হবে কিনা সেই নিয়ে সন্দেহ জাগছে।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে BCCI-এর দিকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল পাকিস্তান! এবার জবাব দিলো ICC

দক্ষিণ আফ্রিকা যদি ভারতের থেকে এগিয়ে যায় এই ম্যাচটা শেষ হওয়ার পর তাহলে ভারতীয় দলের জন্য সেটা চিন্তার কথা। কারণ তাদের এরপর খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। ওডিআই ফরম‍্যাটে শেষ চার সাক্ষাতে তিনবার বাংলাদেশ হারিয়েছে ভারতীয় দলকে। গত এশিয়া কাপেও সুপার ফোরের ম্যাচে ভারতকে হারিয়েছিল টাইগাররা। ফলে দক্ষিণ আফ্রিকা ভারতকে কিছুটা চাপেই যাচ্ছে বলা যায়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর