করোনার কারনে অনির্দিষ্টকালের জন্য শ্রীলঙ্কা সফর স্থগিত রাখলো দক্ষিণ আফ্রিকা।

ফের করোনার ধাক্কা ক্রিকেটে। করোনার জন্য স্থগিত হয়ে গেল ক্রিকেট সিরিজ। জুন মাসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে আপাতত সেই সফর স্থগিত রাখল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। জুন মাসে শ্রীলঙ্কা সফরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল ডি’ককদের। কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে করোরা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত এই সফর স্থগিত রেখে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বোর্ড।

বিশ্বজুড়ে অন্যান্য দেশ যখন করোনার জন্য ব্যাপক ভাবে আক্রান্ত হয়ে পড়েছে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে অন্যান্য দেশের সাথে তুলনা করলে শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। কিন্তু সেটা এখনো পুরোপুরি ভাবে স্বাভাবিক নয়। সেই কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত এই সফর স্থগিত করে দেওয়া হল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এই সিরিজ নিয়ে ভাবনা চিন্তা করা যাবে।

154063639c2875775b95fa914c34f60ff529ec10a30f9b1ee2370ab09d6d95f13242a8995

মার্চ মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজ করোনার কারণে বাতিল হয়ে যাওয়ার জন্য সিরিজের মাঝপথে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তারপর দেশে গিয়ে 14 দিনের কোয়ারেন্টাইনে কাটাতে হয়েছে তাদেরকে। সেই কারণে এই মুহুর্তের লকডাউন থাকার জন্য ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা দল, এটাও এই সিরিজ বালিত হওয়ার অন্যতম একটা কারণ।

Udayan Biswas

সম্পর্কিত খবর