বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের মধ্যে বিভিন্ন দেশকে করোনা মোকাবিলা সরঞ্জাম পাঠানোর পর এবার ভ্যাকসিন (corona vaccine) দিয়েও সাহায্য করছে ভারত (india)। কখনও অর্থের বিনিময়ে, তো আবার কখনও বিনা পয়সায়ই কোন কোন দেশকে সাহায্য করছে ভারত সরকার।
নির্দ্বিধায় বিভিন্ন দেশের পাশে দাঁড়ানোর পরও ভারতের বদনাম করতে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। ভারতের সেরাম ইন্সটিটিউটের অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ডের দ্বারা প্রস্তুত ভ্যাকসিনকে কার্যকরী নয় বলেও, তারা গুজব ছড়াচ্ছে।
বর্তমান সময়ে প্রায় ২০ টিরও বেশি দেশকে ভারত ভ্যাকসিন পাঠিয়ে সাহায্য করেছে। কিন্তু এই পরিস্থিতিতে সাউথ আফ্রিকা (South Africa) থেকে আগত এক সংবাদে ভারতের ভাবমূর্তিতে কিছুটা হলেও খারাপ প্রভাব পড়েছে। ভারতের সেরাম ইন্সটিটিউটের দ্বারা প্রস্তুত যে ১০ লক্ষ ভ্যাকসিন ডোজ সাউথ আফ্রিকায় পাঠানো হয়েছিল, তা এখন ফিরিয়ে দিতে চাইছে সাউথ আফ্রিকার সরকার। এমনকি তারা সেই সমস্ত ভ্যাকসিনের ডোজ ফেরত নিয়ে যাওয়ার কথা বলেও জানা গিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা, এমনকি পাকিস্তানী সংদাব সংস্থার পক্ষ থেকেও।
ব্রিটেনের পর সাউথ আফ্রিকাতেও করোনা নতুন ঢেউ উঠতে শুরু করে দিয়েছে। যার ফলে ভারতে প্রস্তুত অ্যাস্ট্রাজেনিকা আর কাজ করছে না প্রতিষেধক হিসাবে। সেই কারণেই এই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে, এমনটা শোনা গিয়েছিল।
তবে বর্তমান সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত সংবাদ থেকে জানা গিয়েছে, এই খবর সম্পূর্ণ ভাবে অসত্য। সাউথ আফ্রিকা থেকে কখনই ভারতের ভ্যাকসিন ফেরত দেওয়ার কথা বলা হয়নি। এমনকি খোদ সাউথ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন- ‘ভারতের অ্যাস্ট্রাজেনিকা ফিরিয়ে দেওয়ার কথা বলেনি সাউথ আফ্রিকা, আর না তো ফেরত দেবে। ভারতের ভ্যাকসিন সম্পূর্ণ ভাবে কাজ করছে আমাদের এখানে। ভারতের ভ্যাকসিন কাজ করছে না- একথা একেবারে অসত্য’।