বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তান ক্রিকেট টিমের কোচ তথা সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের (South Africa National Cricket Team) প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার (Lance Klusener) তালিবানের সমর্থন করলেন। উনি তালিবানের প্রশংসা করেন বলেন, ‘ওরা ক্রিকেটকে সমর্থন করছে আর দলের পাশে রয়েছে।” বলে দিই, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে ওই দেশের ক্রিকেট সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আফগান ক্রিকেট টিমের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার সংবাদসংস্থা AFP-কে জানান, ‘তালিবান ক্রিকেটের সমর্থন আর প্রসার করছে। ওরা আমদের টিমের জন্য খুব খুশি আর ওরা চায় আমরা যাতে আরও এগিয়ে যাই। এটা আফগানিস্তানের জন্য বড় বদলের মতো। তবে নিজের পায়ে দাঁড়াতে কিছুটা সময় লাগবে।”
বর্তমানে ক্লুজনার নিজের দেশ সাউথ আফ্রিকাতেই রয়েছেন আর আফগান টিমের অধিকাংশ খেলোয়াড় ট্রেনিংয়ে অংশ নিচ্ছেন। ক্লুজনার বলেন, আমরা ইউএই-তে কমপক্ষে একমাস ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছি। কিন্তু আমাদের এখন ভিসার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছনোর চেষ্টা করছি।
তালিবানের নিয়ন্ত্রণে আসার আগেও আফগান টিমের কোচিং করা সহজ ছিল না, কিন্তু এবার সেটা আরও মুশকিল হয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ স্থগিত করা হয়েছে আর ক্ষমতা হস্তান্তরের পর দেশের টি-২০ ট্যুর্নামেন্টও রদ করা হয়েছে।
ল্যান্স ক্লুজনার দক্ষিণ আফ্রিকার জন্য ৪৯টি টেস্ট আর ১৭১টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। উনি বলেন, দুর্ভাগ্য হল আমাদের বেশীরভাগই বিদেশের মাটিতে খেলতে হবে। প্রথমবার মার্চ মাসে আমরা জিম্বাবোয়ের বিরুদ্ধে আবু ধাবিতে খেলেছিলাম। ক্লুজনার বলেন, তবে এটা বড় প্রাপ্তি যে, আমাদের অনেক খেলোয়াড় বিভিন্ন জায়গায় টি-২০ খেলছে।