দক্ষিণ আফ্রিকা মজে ‘কাঁচা বাদাম’এর সুরে, রিমিক্স বানিয়ে ভুবন বাদ‍্যকরের খোঁজ সঙ্গীত পরিচালকের

বাংলাহান্ট ডেস্ক: আশাতীত সাফল‍্য ভুবন বাদ‍্যকরের (bhuban badyakar)। সোশ‍্যাল মিডিয়ায় এখন তিনি বেশি প‍রিচিত ‘বাদাম কাকু’ নামে। তাঁর ‘কাঁচা বাঁদাম’ (kacha badam) হইচই ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। দুবরাজপুরের এই বাদাম বিক্রেতার গান যে কতটা ভাইরাল তা কল্পনারও অতীত। পশ্চিমবঙ্গ, ভারতের গণ্ডি ছাড়িয়ে সুদূর দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে কাঁচা বাদামের জনপ্রিয়তা।

এতটুকুও বাড়িয়ে বলছি না। আফ্রিকান সঙ্গীত পরিচালক ডেভিড স্কট, যিনি কিনা পরিচিত ‘দ‍্য কিফনেস’ নামে, তিনি রিমিক্স করলেন কাঁচা বাদাম গানটির। ভুবন বাদ‍্যকরের কণ্ঠের সঙ্গে মিশল পাশ্চাত‍্য বাদ‍্যযন্ত্রের সুর। ভুবনের গান গাওয়ার ভিডিওর সঙ্গে নিজের বাদ‍্যযন্ত্র বাজিয়ে রিমিক্সের ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দ‍্য কিফনেস।

Kacha Badam Viral Song Bhuvan is the creator of the 1200x685 1
ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘ভুবন বাদ‍্যকর, ভারতের পশ্চিমবঙ্গের একজন বাদাম বিক্রেতার সঙ্গে রিমিক্স। আমি চাইব এমন একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পীকে বিশ্বের দরবারে তুলে ধরতে। আশা করছি আমার রিমিক্স তাঁকে কোনো ভাবে সাহায‍্য করবে। কেউ যদি ভুবনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন দয়া করে আমাকে জানাবেন। এই গানের মাধ‍্যমে যা আয় হবে আমি ওঁর সঙ্গে ভাগ করে নিতে চাই। আশা করছি রিমিক্সটার অফিশিয়াল রিলিজ ওঁর সঙ্গে করতে পারব।’

ভুবন বাদ‍্যকরের কাঁচা বাদামের সুরে পাগল নেটবাসী। বানানো হচ্ছে দেদারে রিল ভিডিও। রিমিক্স হচ্ছে গান। কিন্তু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটররা জনপ্রিয় হয়ে টাকা পেলেও গানের আসল স্রষ্টা ভুবন বাদ‍্যকর পাননি কিছুই।

https://www.instagram.com/thekiffness/tv/CXgKo-doVcQ/?utm_medium=copy_link

উপরন্তু একেবারে কমে গিয়েছে তাঁর বিক্রিবাটা।সম্প্রতি দুবরাজপুর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। আফ্রিকান সঙ্গীত পরিচালক যে তাঁর খোঁজ করছেন তা ভুবন জানতে পেরেছেন কিনা তা জানা নেই। তবে যদি দেওয়া কথা যদি ওই সঙ্গীত পরিচালক রাখেন তবে লাভবান হবেন ভুবন বাদ‍্যকর। শিল্পী পাবে তাঁর যোগ‍্য সম্মান।


Niranjana Nag

সম্পর্কিত খবর