ফের যুদ্ধের মুখে গোটা বিশ্ব ! হাত মেলালো আমেরিকার কট্টর শত্রুরা, চিন্তায় বাইডেন

বাংলা হান্ট ডেস্ক : নতুন নীতিতে হাঁটছে ইরান (Iran)। একে একে ঘোষিত ‘আমেরিকা-বিরোধী’ দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার কাজে নেমেছে পশ্চিম এশিয়ার (West Asia) এই দেশ। আর তা করতেই ইরানের প্রেসিডেন্টের পরবর্তী লক্ষ্য কিউবা (Cuba)। কিউবার প্রেসিডেন্ট সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার (America) ‘আগ্রাসী সাম্রাজ্যবাদ নীতি’-র মোকাবিলার কথা ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট।

দক্ষিণ এশিয়ার দেশগুলিতে গত কয়েক দিন ধরেই আমেরিকার বিরোধিতার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশ আমেরিকার সমালোচনা করেছে। প্রকাশ্যেই এ বার সেই রেশ কি ছড়িয়ে পড়ল পশ্চিম এশিয়ার ভূখণ্ডে। পিছনে চিনের মদত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

কিউবা এবং ইরান, দুই দেশই ঘোষিত আমেরিকা-বিরোধী। কিন্তু এর আগে যৌথ ভাবে তারা প্রকাশ্যে আমেরিকার নীতির সমালোচনা করেনি। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভ্যর্থনা জানিয়ে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-ক্যানেল বলেন, ‘সাম্রাজ্যবাদী আমেরিকা এবং তার সঙ্গীদের বাধা, আর্থিক নিষেধাজ্ঞা, চাপ, হুঁশিয়ারির মোকাবিলা করতে হবে নায়কের মতোই।’

cuba iran

কিউবা এবং ইরান, দুই দেশের উপরেই আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। ‘সন্ত্রাস’-এ মদতকারী দেশের তালিকায়ও রেখেছে তাদের। এ বার আমেরিকার এ সব নিষেধাজ্ঞাকে হাত ধরাধরি করে পাল্টা মাত দিতে উদ্যত হল কিউবা আর ইরান। আবগারি, টেলিকমিউনিকেশন, ন্যায়বিচার-সহ বিভিন্ন বিষয়ে দুই দেশ পরস্পরের পাশে থাকার চুক্তি সই করেছে।

বৃহস্পতিবার সকালে কিউবার উদ্যোগপতিদের একটি সম্মেলনে যোগ দেন রাইসি। সেখানে জানান, বিজ্ঞান, প্রযুক্তি, জল ও তাপবিদ্যুৎ, খনির মতো বিষয়ে কমিউনিস্ট কিউবার সঙ্গে কাজ করবে তার দেশ। কিউবার পাশাপাশি নিকারাগুয়া, ভেনেজুয়েলাতেও গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এই দেশগুলির উপরও আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। এই দেশগুলিতে ইরানের প্রেসিডেন্ট ‘সাধারণ শত্রু’ বলে উল্লেখ করেছেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলির আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ, ‘বিদ্রোহ’-এর নেপথ্যে যেমন একটা অংশ চিনের মদতই দেখছে। গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদভবনে একটি বক্তৃতায় আমেরিকার দিকে আঙুল তুলেছেন। অভিযোগ করেছেন, সে দেশ গণতন্ত্রকে নির্মূল করার চেষ্টা করছে আমেরিকা। একাংশ মনে করছেন, বিরোধী বিএনপির সঙ্গে আমেরিকার যোগাযোগ ভাল ভাবে নেননি হাসিনা।


Sudipto

সম্পর্কিত খবর