আজ ভয়ঙ্কর রূপ নেবে আবহাওয়া! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?

বাংলা হান্ট ডেস্ক: গত দুদিনের মতো আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের (North Bengal) পাশাপাশি ভাসবে দক্ষিণবঙ্গ। পুজোর আগে এভাবে দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। আজ কোথায় কোথায় অধিক বৃষ্টি? কবে কমবে বর্ষণ? জানুন বিস্তারিত।

আবহাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ (Low Pressure) সৃষ্টি করছে। পাশাপাশি রয়েছে একটি ঘূর্ণাবর্তও। নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ক্রমশ্য অগ্রসর হচ্ছ। হাওয়া অফিস সূত্রে খবর, এই দুয়ের জোড়া ফলায় আপাতত বৃষ্টি চলবে।

আজ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়? আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। ২ অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। গান্ধী জয়ন্তীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়। অর্থাৎ আরও একটা ছুটির দিন মাটি।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত! অবশেষে ক্লাবগুলির জন্য অনুদান বন্ধ করল মমতা সরকার

কলকাতা সহ বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গোটা রাজ্যেই আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা জারি থাকবে। ওদিকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা। আজ থেকে উত্তরবঙ্গে আরও বাড়বে বর্ষণ।

weather

কোথায় কোথায় ভারী বৃষ্টি? ২ অক্টোবর সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কালিম্পং, দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর