গভীর নিম্নচাপ! খেলা শুরু করে দিয়েছে আবহাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ জেলায়

   

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণের জেলা গুলিতে প্রায় রোজই কম বেশি বৃষ্টি হচ্ছে। উত্তরে কোথাও বৃষ্টি তো কোথাও চাপা গরম। তবে এবার বদলে যেতে পারে গোটা রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গজুড়ে প্রবল ঝড়, বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে।

কলকাতায় প্রবল বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভালো মাত্রায় বৃষ্টির পূর্বাভাস। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হচ্ছে একের পর এক নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী এবার ভারী বর্ষণ হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলাতে আজ বৃষ্টি হতে পারে।

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির দাপট বহাল থাকবে বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন। হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। সেটা উত্তরবঙ্গের দিকে রয়েছে। বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা মঙ্গলবার নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: রাজ্যে ফের নতুন ছুটির ঘোষণা! বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, খুশি সাধারণ মানুষ

সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের খবর অনুযায়ী মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আজ তা সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, সেটির অবস্থান বদল হয়ে ঘূর্ণাবর্তটি উত্তর দিকে এগিয়েছে। যার জেরে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু বেশি হবে।

weather bc

আরও পড়ুন: ‘আমাকে বোকা ভাববেন না, ভুল ধরলে কেঁদে কূল পাবেন না’, কার ওপর ক্ষুব্ধ হলেন বিচারপতি?

ইতিমধ্যেই আগামী দুদিনের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে বুধবার থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। মুর্শিদাবাদ ও পুরুলিয়াতে বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা। তাপমাত্রাও কমবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর