বাংলা হান্ট ডেস্ক: চৈত্র প্রায় শেষ। সামনেই পয়লা বৈশাখ। আর বৈশাখ মাস মানেই তুমুল গরম। গত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিতে খানিকটা বাউন্ডারির মধ্যেই রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা। তবে এবার আবহাওয়া বদলের পূর্বাভাস। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Office)। এবার হুড়মুড়িয়ে বাড়তে চলেছে তাপমাত্রা।
এপ্রিলেই দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রির গন্ডি। মাঝে সাময়িক বিরতি হলেও এবার ফের বাড়বে তাপমাত্রা। শনিবার থেকেই তাপমাত্রার ব্যাটিং চলবে। আগামী কয়েক দিনে রাজ্যেই তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও অংশে হাল্কা বৃষ্টির হতে পারে। আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টি হবেনা কলকাতাতেও।
শনিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে। তবে তাতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। উল্টে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলার গুলিতে অধিক তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।
আরও পড়ুন: ‘সোমবারের মধ্যে না হলে…’, হাই কোর্টের এক নির্দেশে ঘুম উড়ল রাজ্যের
দক্ষিণবঙ্গে বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও উত্তরে ভিন্ন চিত্র। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে অধিক বৃষ্টি হতে পারে।