আকাশে মেঘের আনাগোনা! আজ বৃষ্টিতে ভিজবে কলকাতা? কী বলছে হাওয়া অফিস?

বাংলা হান্ট ডেস্কঃ হাঁসফাঁস গরম, উধাও বৃষ্টি! সব মিলিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর (South Bengal)। ঘেমে নেয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে প্রত্যেকের। কাজ করা তো দূর, বসে বসে ঘেমে যাচ্ছে মানুষ। এই অবস্থায় শুধুমাত্র একটু বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে। এবার এই নিয়েই আপডেট (Weather Update) দিল হাওয়া অফিস।

হাঁসফাঁস গরমে মারাত্মক অবস্থা দক্ষিণবঙ্গের। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে কষ্ট! এই অবস্থায় কেমন কাটবে আজকের দিন? আকাশে অল্প মেঘের আনাগোনা থাকলেও, বৃষ্টির (Rain Forecast) কি কোনও সম্ভাবনা রয়েছে? এবার জানিয়ে দিল হাওয়া অফিস।

   

আরও পড়ুনঃ ভোট মিটতেই ইস্তফা! হঠাৎ বিধায়ক পদ থেকে সরলেন TMC-র চার হেভিওয়েট, শোরগোল

আজ কলকাতা (Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সকাল ৮:৩০ থেকে আজ সকাল ৮:৩০ অবধি কোনও বৃষ্টিপাত হয়নি। তবে আজও গোটা দিন আকাশ মেঘে ঢাকা থাকতে পারে বলে খবর।

তবে আপাতত যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বাধিক তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস অবধি। হাওয়া অফিসের পূর্বাভাস, আংশিক মেঘাচ্ছন্ন আকাশে বজ্রবিদ্যুৎ সহ আলোর ঝলকানি দেখা যেতে পারে।

Rain is coming in South Bengal within an hour.

এদিকে যদি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসের কথা বলা হয়, তাহলে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। তবে আজ দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের কোনও কোনও স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে।

তবে আগামীকাল বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা শুক্রবার গড়িয়ে সোমবার অবধি চলতে পারে বলে জানানো হয়েছে। সোমবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর