বাংলা হান্ট ডেস্কঃ রেমালের দাপটের পর বৃষ্টি থেমে যাওয়ার কারণে ভ্যাপসা গরম তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টির কারণে সেই গরম অনেকটাই কমেছে। শুক্রবার সকালেও মহানগরী (Kolkata) এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিভেজা আবহাওয়া ছিল। সব মিলিয়ে, গরম থেকে সাময়িক স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। এর মাঝেই এবার সুখবর শোনালো হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফ থেকে জানানো হয়েছে, এখন কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি (Rain) হবে। সেই সঙ্গেই বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার তথা ভোটের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার, কোথাও আবার ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আজ দুই বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘জেতার কোনও সুযোগই নেই..,’ ভোট শুরু হতে না হতেই একি বললেন সায়নী! শোরগোল
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে মনে অনুমান করা হচ্ছে। তবে সোমবার দুই ২৪ পরগণা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভিজতে পারে উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এবং বীরভূম।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রবিবার অবধি ভারী বৃষ্টি হবে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অবধি এই দুই জেলা ভিজতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।