হয়ে যান সাবধান! কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয় তুমুল দুর্যোগ, জারি অ্যালার্ট

বাংলা হান্ট ডেস্ক : সকাল-বিকেল যখন তখন বদলে যাচ্ছে আবহাওয়ার! সকালে চড়চড়ে রোদ, গরমে ঘামে প্যাচপ্যাচে অবস্থা। কিন্তু, বিকেলের পরই ফের বদলে যেতে পারে চিত্র। গত কয়েকদিনের মতো আজও সন্ধ্যায় রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের (South Bengal) উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত হতে পারে। আবহাওয়া দফতর এই চার জেলায় কমলা সতর্কতা জারি করেছে। বাকি উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে জারি হয়েছে হলুদ সতর্কতা।

মৌসম ভবন জানিয়েছে এদিন সন্ধ্যার মুখেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে বৃহস্পতিবারের সন্ধ্যার বৃষ্টির জেরে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

todays-weather-report-15 th-january-of-west-bengal

গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। বৃহস্পতিবার কলকাতায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হয়। শুক্রবার সন্ধ্যার পরও সেই সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আগামী ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কেবল মাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Koushik Dutta

সম্পর্কিত খবর