SBSTC’র দারুন অফার পাহাড়প্রেমীদের জন্য! ট্রেনের থেকেও সস্তায় মিলছে AC বাসের টিকিট

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন হল রাজ্যের স্কুলগুলিতে পড়ে গেছে গরমের ছুটি। তাই অনেকেই রয়েছেন যারা ছুটি কাটাতে পাড়ি জমাচ্ছেন পাহাড়ে। বাঙালির কাছে পাহাড় বলতেই হিমালয়ের কোলে বিস্তৃত প্রকৃতি। ট্রেনে করে শিলিগুড়ি নেমে বাজেট অনুযায়ী গাড়ি নিয়ে চলে যাওয়া যায় বিভিন্ন পাহাড়ি জায়গায়।

তবে ট্রেনে করে উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে মূল সমস্যা হয়ে দাঁড়ায় টিকিট। অনেক আগে থেকে টিকিট না কাটলে টিকিট কনফার্ম হওয়ার বড় অনিশ্চয়তা থাকে। তবে ট্রেনের টিকিট না থাকলেও রয়েছে বিকল্প উপায়।ট্রেনের সেরা বিকল্প বলতে উত্তরবঙ্গ যাওয়ার জন্য রয়েছে বাস। তবে অতিরিক্ত চাহিদার জন্য বেসরকারি বাসের ভাড়া বেশ ঊর্ধ্বমুখী। 

আরোও পড়ুন : ‘স্টার কিড’ এই নায়িকার পকেটে টান পড়ত স্কুল ফি দিতে গেলেই! আজ থাকেন ৮০০ কোটির বাড়িতে, চেনেন?

১৫০০-২২০০ টাকা ভাড়া পড়ছে ভলভো সিটারের। ২৭০০-৩০০০ টাকা ভাড়া লাগছে স্লিপারের। অনেকেই এই চড়া ভাড়ার কথার মাথায় রেখে পিছু হটে আসার সিদ্ধান্ত নিচ্ছেন। তবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা পর্যটকদের জন্য নিয়ে এসেছে সেরা বিকল্প উপায়। সব ধরনের যাত্রীদের কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (South Bengal State Transport Corporation) উত্তরবঙ্গ যাওয়ার জন্য নিয়ে এসেছে সস্তার বাস পরিষেবা। 

আরোও পড়ুন : মাসে জমান ১০০০ টাকা, হাতে আসবে ৭২ হাজার!এই অবিশ্বাস্য HDFC’র প্ল্যান এখন রীতিমতো হট কেক

দুর্গাপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত লাক্সারি বাসের ভাড়া পড়ছে মাত্র ৮১০ টাকা, ৪৫৫ টাকা ভাড়া নন এসি বাসের। বেসরকারি পরিবহণ সংস্থাগুলির থেকে অনেকটাই সস্তায় কলকাতা থেকে শিলিগুড়ি রুটে বাস চালাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ভলভো সিটারের ভাড়া পড়ছে ১২১০ টাকা ও নন এসি বাসের ভাড়া পড়ছে ৪৫৫ টাকা।

sbstc 1

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলছেন, “গরমে একটু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চান অনেকেই। তবে মাত্রাছাড়া ভাড়া হলে অনেকের পক্ষেই সম্ভব হয় না। এই সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছেন বেসরকারি অপারেটররা। আমরা যাত্রীদের পকেটের কথা মাথায় রেখে শিলিগুড়ি রুটের ভাড়া ঠিক করেছি।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর