বাংলা হান্ট ডেস্কঃ বড়দিনের আগেও এবার মাটি শীতের মজা। উৎসবের মরশুমে বাঙালি এখন ফেস্টিভ মুডে। কিন্তু কোথায় শীত! সেই পৌষ সংক্রান্তির দিন থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) গায়েব শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্চার প্রভাবে আটকে রয়েছে উত্তুরে হাওয়াও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী ২ দিন কোনো হেরফের হবে না রাজ্যের তাপমাত্রার।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কেমন থাকবে শীতের আমেজ?
রাত পেরোলেই বড়দিন। অর্থাৎ বছরের শেষ বড় উৎসব। কিন্তু এবার যে ভাবে আবহাওয়া পাল্টি খাচ্ছে তাতে কি এই বিশেষ দিনেও আবার পিছু নিতে পারে বৃষ্টি? উত্তর টা হল না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ২৫ ডিসেম্বর দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। তবে বৃষ্টি না হলেও দাপট চলবে কুয়াশার।
জানা যাচ্ছে হালকা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে। এমনকি ২৬ ডিসেম্বরের সকালের দিকেও এই সব জেলায় থাকবে কুয়াশা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে বড়দিনে উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। বড়দিনে দার্জিলিঙের কোথাও কোথাও হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন উত্তরবঙ্গের রাতের সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে বলেই জন্য গিয়েছে। তবে আগামী দিনে উত্তরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
অন্যদিকে ২ দিন পর দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির রাতের তাপমাত্রার পারদ সর্বনিম্ন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তাই শীতপ্রেমীদের জন্য খুশির খবর এই যে ৩১ ডিসেম্বরের রাতেও বেশ ঠান্ডা থাকতে পারে। তার আগে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: বড়দিনে বৃষ্টি বাংলায়! কোন কোন জেলা ভিজবে? এক নজরে আবহাওয়ার খবর
যদিও বছর শেষে আগামী ২৮ এবং ২৯ তারিখ বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। এই দু’দিন দার্জিলিঙের কোথাও কোথাও হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এই দু’দিন কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তারপর অবশ্য আগামী ৩১ তারিখ পর্যন্ত উত্তরের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কাল অর্থাৎ ২৫ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপর ২৭ ডিসেম্বর শহরের সর্বনিম্ন পারদ নেমে আসতে পারে ১৬ ডিগ্রিতে। এরপর ২৮ থেকে ৩০ তারিখ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে। এদিকে এই ক’দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস।