বাংলা হান্ট ডেস্কঃ শীত পড়তে না পড়তেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। পূর্বাভাস মতো বৃহস্পতিবার থেকেই শীতে কাঁপছে বাংলা। মাত্র এক সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে আবহাওয়ার একেবারে নাটকীয় পরিবর্তন চুটিয়ে উপভোগ করছেন বঙ্গবাসী। বিশেষ করে পশ্চিমের জেলা গুলির তাপমাত্রার এমন ভোল বদল লক্ষ্য করার মতোই।
শীত পড়তে না পড়তেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)
ডিসেম্বর পড়তেই পশ্চিমের জেলা গুলি রীতিমতো পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পং-এর মতো পার্বত্য অঞ্চলগুলিকে। এসবের মধ্যেই বৃহস্পতিবারই এল একেবারে হাতে গরম আবহাওয়ার আপডেট। আবহাওয়ার আগাম পূর্বাভাস দিয়ে আজই হাওয়া অফিসের স্পেশ্যাল ব্যুলেটিনে জারি করা হল শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা।
জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শুক্রবার ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় চলবে শৈত্যপ্রবাহ। তাই আগে থেকেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায়। সাধারণত কনকনে হাওয়া আর হাড় কাঁপানো শীত পড়লেই অনেকে ভেবে নেন শৈত্যপ্রবাহ চলছে।
এখানে বলে রাখা ভালো, আবহাওয়া দপ্তর কিন্তু এত সহজে শীত পড়লেই তাকে শৈত্যপ্রবাহ বলে না কিংবা তার জন্য সতর্কতাও জারি করে না।আবহবিদদের কথায়, ভারতের সমতলভূমির কোনও জায়গায় যদি সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায় আর সেই তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে ৪.৫ থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হয়, শুধুমাত্র তখনই ‘শৈত্যপ্রবাহ’ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: অবশেষে কাটল জট! এবার নিয়োগপত্র দেবেন খোদ প্রধানমন্ত্রী, বিরাট নির্দেশ হাইকোর্টের
আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে পশ্চিমের (South Bengal Weather) জেলাগুলিতে এমনটাই হতে চলেছে। অথচ কিছুদিন আগেই প্রথমে দেশের উত্তর–পশ্চিমে তৈরি হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং তারপর দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে হঠাৎ করেই রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তরতরিয়ে বেড়ে যাচ্ছিল।
তবে এবার উত্তর–পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এমন আমূল পরিবর্তনে নিঃসন্দেহে জবুথবু হয়ে পড়েছে গোটা বাংলা। কদিন আগেই ৪৮ ঘণ্টার মধ্যে পুরুলিয়ার তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস থেকে পৌঁছে গিয়েছিল ১২.১ ডিগ্রিতে। তারপরই বৃহস্পতিবার রাতে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮.১ ডিগ্রিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রা একধাক্কায় ৩–৪ ডিগ্রি নেমে যাবে। তারই পরিণতিতেই শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের পাঁচ জেলায়।