বাংলা হান্ট ডেস্কঃ গ্রীষ্ম, বর্ষা শেষে শীত আসার পালা। সকালের কুয়াশা, রাতে হালকা ঠাণ্ডা জানান দিচ্ছে আবহাওয়ার বদল আসন্ন। এই আবহে কড়া নাড়ছে ঘূর্ণিঝড় দানা! হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ পরিণত হবে (South Bengal Weather)। আগামীকাল তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে মনে করা হচ্ছে (Weather Update)।
আমফান-ফণীর স্মৃতি ফেরাবে দানা (South Bengal Weather)?
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বিকেল থেকেই উপকূলে অল্প অল্প করে ‘হাওয়া বদল’ হতে পারে। আগামীকাল থেকে শুক্রবার অবধি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal), বাংলা জুড়ে চলবে বৃষ্টি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৎসজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। একইসঙ্গে পর্যটকদের সমুদ্রে নামতে বারণও করে দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট হয়েছে। কিছুক্ষণেই সেটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর সেটি শক্তিবৃদ্ধি করে পশ্চিম এবং উত্তর-পশ্চিমে বাংলা-ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসবে। আগামীকালের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) চেহারা নেবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ আমরণ অনশন প্রত্যাহার! এবার আরও বড় কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের! তোলপাড় রাজ্য
রিপোর্ট অনুযায়ী, দানার সর্বাধিক গতিবেগ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে। আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় দানা সিভিআর সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে চলেছে। এখনও অবধি হাওয়া অফিসের অনুমান, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ওড়িশা উপকূলের পুরীর মাঝে কোনও এক জায়গায় এর ল্যান্ডফল হতে পারে।
এর প্রভাবে সমুদ্রে ফুঁসে উঠবে। আজকের মধ্যে মৎসজীবীদের উপকূলে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (South Bengal Weather)। আজ বিকেল অথবা রাত থেকেই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া এবং বর্ষণ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।