দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কমলা সতর্কতা জারি হতেই বন্ধ হচ্ছে স্কুল? পড়ুয়াদের জন্য বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হাওয়া বদল শুরু হয়েছে। প্রখর রোদ কাটিয়ে আকাশে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। গতকাল ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজও একই পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে নানান সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই আবহে প্রশ্ন উঠছে, ঝড়বৃষ্টির পূর্বাভাসের জন্য কি স্কুল-কলেজ বন্ধ (School Holiday) করা হবে? এই নিয়ে সামনে এসেছে নয়া আপডেট (Weather Update)।

দুর্যোগের জেরে বন্ধ থাকবে স্কুল (School Holiday)?

হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড় উঠতে পারে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলিতে। সেই সঙ্গেই দোসর হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী সোমবার অবধি এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশনে চেইন দিয়ে ট্রেন বাঁধা হয়েছে। আইএমডির তরফ থেকে কলকাতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। এমতাবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ স্কুল বন্ধ (School Holiday) থাকবে কিনা তা নিয়ে ভাবতে শুরু করেছেন।

আরও পড়ুনঃ জামিন পেয়েও শান্তি নেই! এবার নালিশ ঠুকতে আদালতে ছুটলেন কালীঘাটের কাকু! কাদের বিরুদ্ধে?

গত বছর ঘূর্ণিঝড় ডানার কারণে ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর অবধি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্যের বিদ্যালয়গুলি বন্ধ ছিল। তবে এবার এখনও অবধি বিদ্যালয় বন্ধ রাখার কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, আবহাওয়ার অবস্থা যদি আরও খারাপ হয়, তাহলে কিছু বিদ্যালয় চাইলে অনলাইন ক্লাস বেছে নিতে পারে। সেক্ষেত্রে সঠিক আপডেট পাওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাভকরা বিদ্যালয় (School Holiday) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন।

South Bengal Weather school holiday

এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে কোথাও কোথাও। অধিক সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। সোমবার অবধি আবহাওয়া মোটামুটি একই থাকবে। সেদিন বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর