মহাষষ্ঠীতেও দুর্যোগ! আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? রইল আবহাওয়ার হাতেগরম আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মানেই কয়েকটা দিন হইহই করে কাটানো। প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা থেকে শুরু করে কব্জি ডুবিয়ে খাওয়া, এই কয়েকটা দিন নিয়ে প্রচুর প্ল্যান থাকে। তবে সেসবের ক্ষেত্রে বাধ সাধতে পারে বৃষ্টি (South Bengal Weather)! বুধবার, মহাষষ্ঠীর দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? প্যান্ডেল হপিংয়ে বেরনোর আগেই ঝটপট দেখে নিন (Weather Update)।

  • মহাষষ্ঠীতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (South Bengal Weather)?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মহাসপ্তমী তথা বৃহস্পতিবার অবধি বৃষ্টি থেকে মুক্তির তেমন কোনও আশা নেই। পঞ্চমীর দিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণ হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দশমী অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে।

আজ থেকে বিজয়া দশমী অবধি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বর্ষণের সম্ভাবনা (Rainfall Alert) রয়েছে। ষষ্ঠী এবং সপ্তমীর দিনও তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে।

আরও পড়ুনঃ হাউস স্টাফ নিয়োগেও দুর্নীতি! আরজি করে ‘টাকার খেলা’! কোন ৪ অ্যাকাউন্টে লেনদেন জানাল CBI

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামীকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমবে (South Bengal Weather)। তবে অষ্টমী ও নবমীতে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিজয়া দশমীর দিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

south bengal weather

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার অবধি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আশার খবর বলতে, পুজোর সময় একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে সাজুগুজু করে ঠাকুর (Durga Puja) দেখতে বেরনোর সময় ব্যাগে ছাতা কিংবা রেনকোট রাখতে ভুলবেন না।

অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরবঙ্গেও পুজোর কয়েকটা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। মহাসপ্তমীর দিন কালিম্পং এবং দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর অষ্টমী ও নবমীর দিন ওই দুই জেলার পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিজয়া দশমীর দিনও উত্তরে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর