বাংলা হান্ট ডেস্কঃ সকালের কুয়াশা, রাতের হিমেল হাওয়া জানাচ্ছে শীত আসতে বেশিদিন বাকি নেই। যদিও বেলা গড়াতেই আবার সূর্যের তেজে ঘাম ছুটছে অনেকের (South Bengal Weather)। এই আবহে অনেকেরই প্রশ্ন, শীত কবে আসবে? এমতাবস্থায় আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস। জানানো হল, বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে (Weather Update)!
ফের নিম্নচাপের প্রভাব বাংলায় (South Bengal Weather)?
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ তথা মঙ্গলবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। এর প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করবে। যদিও তা থেকে ভারী বর্ষণের (Rainfall) সম্ভাবনা নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের (South Bengal) উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসে জলীয় বাষ্প রয়েছে বলে সকালের দিকে কিছু কিছু জায়গায় কুয়াশা এবং ধোঁয়াশার সম্ভাবনা তৈরি হতে পারে।
আরও পড়ুনঃ ১০০০ অতীত! এবার অন্নপূর্ণা যোজনায় মিলবে ৩০০০ টাকা! কী করতে হবে? জানালেন সুকান্ত
এদিকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল। তবে বাংলায় এখনও সেভাবে শীত অনুভূত হচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিন পশ্চিমের জেলা সহ কয়েকটি জেলায় রাতের বেলা এবং ভোরের দিকে অল্প ঠাণ্ডার আমেজ অনুভূত হবে। তবে বাংলায় যে এখনই জাঁকিয়ে শীত (Winter) পড়ছে না, তা হাওয়া অফিসের পূর্বাভাস থেকেই খানিক অনুমান করে নেওয়া যাচ্ছে।
অন্যদিকে আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর অভিমুখ শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে হতে পারে। ফলে এর প্রভাবে পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করলেও, নিম্নচাপের প্রভাবে ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই (South Bengal Weather)।
শহর কলকাতার আকাশে আজ মেঘের আনাগোনা তেমন দেখা যাবে না। আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচ দিনে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা বিশেষ নেই। বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া থাকবে বলে আপাতত জানানো হয়েছে।