দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস! শীত পড়বে কবে থেকে? বড় আপডেট দিল হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর মাস পড়ে গিয়েছে অথচ এখনও শীতের দেখা নেই! হাড়কাঁপানো ঠাণ্ডা তো দূর, উল্টে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে গরম (South Bengal Weather)! রোদের তেজে ঘাম ছুটে যাচ্ছে মানুষের। এই আবহে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে (Weather Update)।

  • শীত নিয়ে কী বলছে হাওয়া অফিস (South Bengal Weather)?

বিগত কয়েকদিন দক্ষিণবঙ্গে তেমন ঝেঁপে বৃষ্টি হয়নি। আজও দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অধিকাংশ জেলায় বর্ষণের সম্ভাবনা নেই। তবে আজ এবং আগামীকাল কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আজ ভিজতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর।

হাওয়া অফিসের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু কিছু জায়গায় আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog) থাকতে পারে। আগামী পাঁচ দিন এই জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বিশেষ হেরফের হবে না বলে আপাতত জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘আমরা বলিনি সঞ্জয় একাই যুক্ত’! আদালতে আজ CBI যা বলল … ঘুরে গেল আরজি কর মামলার মোড়?

অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, আগামী পাঁচ দিনে উত্তরের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রারও খুব একটা বদল হবে না। তবে আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু কিছু অংশের মতো মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় অল্প কুয়াশার দেখা মিলতে পারে। একইসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, আজ জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

south bengal weather

উত্তর-দক্ষিণের আবহাওয়া (South Bengal Weather) কেমন থাকবে এই পূর্বাভাস দেওয়ার পাশাপাশি শীত নিয়েও আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। শীত কবে পড়বে এই নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৫ নভেম্বর অবধি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই থাকবে। ফলে সেদিন অবধি শীত পড়ার তেমন সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস থেকে অনেকের অনুমান, নভেম্বর মাসের শেষ অথবা ডিসেম্বর মাসের শুরু থেকে শীত অনুভূত হতে পারে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর