‘দানা’র প্রভাবে টানা তিন দিন তুমুল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোথায় কোথায় দুর্যোগ বেশি? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)। এই মুহূর্তে ঘণ্টায় ১২০ কিমি বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। সকাল থেকেই এর প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায়। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর-সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা’। বৃহস্পতিবার মধ্যরাতে তা প্রবল বেগে আছড়ে পড়ার সম্ভাবনা।

ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। ওড়িশার ভিতরকণিকা ও ধামরার কাছে প্রবল বেগে ল্যান্ডফলের সম্ভাবনা। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিমি। আগামী কাল ভোর পর্যন্ত ল্যান্ডফলের প্রক্রিয়া চলতে পারে, যার প্রভাব পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। (Cyclone Dana in Kolkata)

ঘূর্ণিঝড় ‘দানা’র দুর্যোগের আশঙ্কায় জোর তৎপরতায় রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড় প্রভাবে কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা। ঘূর্ণিঝড়ের সর্বাধিক প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পূর্ব মেদিনীপুর জেলায়। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ক্ষতির পরিমাণ বেশি থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রামে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সর্বোচ্চ প্রভাব পড়বে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে।

বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে আজ কমলা সতর্কতা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৫ তারিখ দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে দুর্যোগের চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় রাজ্যের একাধিক জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাতে নবান্নের কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন। নবান্নে সর্বক্ষণের জন্য চালু থাকবে হেল্পলাইন। নবান্নের হেল্পলাইন নম্বর হল, (০৩৩) ২২১৪৩৫২৬ এবং ১০৭০।

শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও আগামীকাল ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি উপকূল সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতায় ৮০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় হতে পারে।

South Bengal weather cyclone Dana effect on Kolkata North Bengal West Bengal weather update

আরও পড়ুন:‘তিন দিনের মধ্যে ক্ষমা চান, নয়তো..,’ আর জি কর ইস্যুতে এবার চরম বিপাকে জুনিয়র ডাক্তার অনিকেত

পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি এবং সর্বোচ্চ ঘণ্টায় ৮০ কিমি। বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ১০০-১১০ কিমি এবং সর্বোচ্চ ১২০ কিমি বেগে ঝড় বইতে পারে। সাগরদ্বীপ এবং সুন্দরবনে তা হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ ১০০-১১০ কিমি বেগে উঠতে পারে ঝড়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮০-৯০ কিমি এবং সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায় ঘণ্টায় ৬০-৭০ কিমি এবং সর্বোচ্চ ৮০ কিমি বেগে হতে পারে ঝড়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর