বাংলা হান্ট ডেস্কঃ ফেব্রুয়ারিতেও লেগেই রয়েছে, শীতের লুকোচুরি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এবছরের মত শীতের মরশুম প্রায় শেষের পথে। কিন্তু বিদায় বেলাতেও একের পর এক চমক দিয়েই যাচ্ছে শীত। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের (South Bengal Weather) দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা যাচ্ছে, দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সুখবর রয়েছে শীত বিলাসীদের জন্যও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) কেমন থাকবে?
জানা যাচ্ছে, এই কনকনে ঠান্ডাতেই মিলতে পারে বরফের ছোঁয়া। হাওয়া অফিস বলছে তুষারপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শৈল শহরে। তাই ভরপুর গ্রীষ্মের মরশুম শুরুর আগেই শেষবারের মতো শীতের আমেজ টুকু চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত সে শীতপ্রেমীরা। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেও শীতের লুকোচুরি খেলা চলবে বেশ কিছুদিন। ফেব্রুয়ারির মাঝে মাঝে সময় থেকে একেবারে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত।
আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না রাজ্যে। সোমবার দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কিছুটা নিচে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে উষ্ণতার পারদ চড়তে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার কামড়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
ফ্রেব্রুয়ারির এই শীতের আমেজ ক্ষণস্থায়ী। তবে এই ঠান্ডার সাথেই এবার দোসর হতে চলেছে ঘন কুয়াশা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ২৪ ঘন্টায়, দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকছে তুষারপাতের সম্ভাবনাও। দার্জিলিং,জলপাইগুড়ি,কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আগামী চার পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। সপ্তাহের শুরু দিনে অর্থাৎ সোমবারেও দিনরাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে কিছুটা নিচে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে তড়তড়িয়ে বাড়বে তাপমাত্রা! আজ বৃষ্টি কেবল এই দুই জেলায়, আবহাওয়ার খবর
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে উষ্ণতার পারদ বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির ঘরে। সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার ছিল। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) গরম আবার বাড়তে শুরু করেছে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, মালদা এবং বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। যেদিন যে জেলায় ঘন কুয়াশা পড়বে, সেদিন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।