বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বরের শুরুতে শীতের চওড়া কামড় বেশ ভালই উপভোগ করছিলেন রাজ্যবাসী। কিন্তু পৌষ পরতেই উধাও হয়েছে শীত (Winter)। পশ্চিমী-ঝঞ্ঝা আর নিম্নচাপের জোড়া ভ্রুকুটিতে ডিসেম্বরের শীতেও বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য (South Bengal Weather)। তবে সপ্তাহ শেষেই কালো মেঘ সরে গিয়ে রোদ্দুরের হাসি দিয়ে শুরু হয়েছে সোমের সকাল।
মঙ্গলবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
তবে বড়দিনে কেমন থাকবে আবহাওয়া? আবার কবে শুরু হবে শীতের ইনিংস? বৃষ্টির ভ্রুকুটিতে এমনিতেই থেমেছে শীতের ব্যাটিং। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এলো বিরাট পূর্বাভাস। জানা যাচ্ছে, আবার আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। অন্যদিকে বড়দিনেও দার্জিলিঙে পিছু ছাড়বে না বৃষ্টির ভ্রুকুটি।
একই সাথে ঘন কুয়াশার চাদরে মুড়তে চলেছে উত্তরবঙ্গ। অন্যদিকে মাঝারি কুয়াশার দাপট চলবে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। তবে বড়দিনেও মন খারাপ থাকবে শীত প্রেমীদের। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া পূর্বাভাস বলছে বড়দিনে স্বাভাবিকের ওপরেই ঘোরাফেরা করবে শীতের পারদ। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আপাতত আটকে রয়েছে উত্তুরে হাওয়া।
আরও পড়ুন: ‘গণতন্ত্রের সঙ্গে সংঘাত…’, রাজ্যকে বিরাট ধমক দিলেন হাইকোর্টের বিচারপতি ঘোষ
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই শীতে আবার ঝামেলা বাড়াতে চলেছে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা। তাই একটি পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিতে না নিতেই আবার আসতে চলেছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। জানা যাচ্ছে, শুক্রবারেই এই পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটতে চলেছে। তাই উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করতে না পারায় এই ভরা পৌষ মাসেও আবার বানভাসি হতে পারে শহর।
এই বড়দিনেও শীতের অভাব বোধ করবেন রাজ্যবাসী। আপাতত তিন-চার দিন স্বাভাবিকের চেয়ে উপরেই থাকবে রাজ্যের তাপমাত্রা। শুধু তাই নয় বর্ষবরণেও শীতের দেখা মেলার সম্ভাবনা খুবই কম। নতুন বছর শুরুর আগে পারা পতনের সম্ভাবনা কম বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।