বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর শেষ হতে চলল এখনও শীতের দেখা নেই বাংলায় (South Bengal Weather)। আর কবে শীত পড়বে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে। এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এসে গেল বড় আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার থেকে উত্তরবঙ্গে দৃশ্যমানতা নেমে আসবে ২০০ মিটারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আগাম খবর (South Bengal Weather)
সোম থেকেই উত্তরবঙ্গে শুরু হচ্ছে শীতের ঝোড়ো ব্যাটিং। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে। রবিবারেও হালকা বৃষ্টি হওয়ার হয়েছে দার্জিলিং কালিংপং এবং জলপাইগুড়িতে। তবুও বছর শেষে শীতের কামড় বোঝাই যাচ্ছে না প্রায়।
অন্যদিকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। বছর শেষে ও বছরের শুরুতে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। তবে নতুন বছরকে আগমন জানানোর আগে কিছুটা হলেও নামবে শীতের পারদ। জানা যাচ্ছে কলকাতায় (South Bengal Weather) তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে।
আরও পড়ুন: প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে কী করে সরকার? ৯৯% মানুষই জানেন না আসল কারণ
অন্যদিকে জেলায় জেলায় ১০ ডিগ্রী বা তার নিচেও নামতে পারে তাপমাত্রা। রবিবার কয়েক জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোমবার থেকে শিরশিরানি উত্তুরে হাওয়ার পরশ বেশ ভালই অনুভব করবেন রাজ্যবাসী। তবে আপাতত হাড় কাঁপানো শীতের সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতায় থাকবে মেঘের চাদর। সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়বে। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও কার্যত সারা দিনভর পাত্তা পাওয়া যাবে না শীতের। অন্যদিকে সোমবার কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রা। আর বছর শেষ এবং বর্ষবরণে শীতের আমেজ আরো কিছুটা বাড়তে পারে।