ভরা মাঘেই শীতের প্রত্যাবর্তন! আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস 

বাংলা হান্ট ডেস্কঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে রবিবার থেকেই রাজ্যজুড়ে (South Bengal Weather) আবার ফিরেছে শীতের দাপট। কনকনে ঠান্ডায় জবুথবু সারা বাংলা। প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই হুড়মুড়িয়ে প্রবেশ করতে শুরু করেছে অবাধ উত্তুরে হাওয়া। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই গতকালের তুলনায় আজ বেশ অনেকটাই পারা পতন হল শীতের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত আরও খানিকটা কমবে শীতের পারদ। তাই আবার সারা বাংলা জুড়েই ভরপুর শীতের আমেজ ফিরতে চলেছে।

আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া?

জানা যাচ্ছে, আগামী তিন দিনে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে। যদিও তারপরে দুদিন আবার খানিকটা বাড়বে তাপমাত্রা। তবে আপাতত এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। তাই আগামী সাতদিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও  পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে।

আজ রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১  ডিগ্রি সেলসিয়াস। আর আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই হালকা কুয়াশা ছিল পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।

আরও পড়ুন: একধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে! সাথেই ঝেঁপে বৃষ্টি? আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবারের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কনকনে ঠান্ডার মধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়ছে পাহাড়ের একাধিক জেলা। আজ কুয়াশার দাপট ছিল দার্জিলিং, জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে।

South Bengal Weather

আগামীকাল সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার আভাস রয়েছে। তবে আগামী বুধবার শুধুমাত্র দার্জিলিং-এ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর