বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে মহালয়া পেরিয়ে পুজো শুরু হয়ে গিয়েছে। এখন থেকেই অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। এমতাবস্থায় আবহাওয়ার ‘মুড’ কেমন থাকবে, সেটা জানতে মরিয়া কমবেশি প্রত্যেকে (South Bengal Weather)। রোদ ঝলমলে আকাশ নাকি ঝেঁপে বৃষ্টি, পুজোর সময় ওয়েদার কেমন থাকবে? এবার আবহাওয়া দফতর থেকে এল বড় আপডেট (Weather Update)।
পুজোর আগের উইকেন্ডে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (South Bengal Weather)?
উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় এই নিম্নচাপ তৈরি হয়েছে। বর্তমানে ওই ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় রয়েছে। অন্যদিকে অক্ষরেখাটি আছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ অবধি। এই দুইয়ের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ এলাকা হয়েছে। যার প্রভাবে গতকাল থেকে বাংলা জুড়ে বর্ষণ (Rainfall) হচ্ছে। পুজোর আগে শেষ সপ্তাহান্তেও তা চলবে বলে জানানো হয়েছে।
শনিবার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানা গিয়েছে (South Bengal Weather)। রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। উত্তরবঙ্গের দুই একটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে। তবে পুজোর মধ্যে রাজ্যে দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ শেষ সুযোগ! ‘৬ সপ্তাহের মধ্যে…’! রেশন কার্ড নিয়ে তোলপাড় করা নির্দেশ সুপ্রিম কোর্টের
হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের জেরে পুজোর আগে ভারী বর্ষণ হলেও পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় অল্প বিস্তর বৃষ্টি হলেও একটানা বৃষ্টির সম্ভাবনা (Rainfall Alert) নেই। তবে বাতাসে যেহেতু জলীয় বাষ্প থাকবে, সেই কারণে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।
এদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সকল জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ অল্পবিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুগলি, দুই ২৪ পরগণা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। শহর কলকাতায় আজ দিনভর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলে। আবহাওয়ারও খানিকটা উন্নতি হবে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। মালদা এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে।