বাংলা হান্ট ডেস্কঃ বাংলা জুড়ে শুরু হয়েছে বর্ষার ‘খেল’। সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা গড়ালেই দেখা মিলছে। কোনও কোনও দিন আবার সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঝেঁপে বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই আবহাওয়ার ভোলবদল দেখা যাবে (Weather Update)।
আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা (South Bengal Weather)?
শুক্রবার গোটা দিনটাই আকাশের মুখ ভার ছিল। তবে বৃষ্টি সেভাবে হয়নি। যে কারণে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। তবে আজ থেকে বদলে যাবে ‘খেলা’! শনিবার দক্ষিণের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেক জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ভারী বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণের সব জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইন হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ মোদীর সঙ্গে ‘চায় পে চর্চা’য় রাহুল! কী আলোচনা হল? ‘ফাঁস’ হতেই তোলপাড় দেশ!
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতেপারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।
আগামীকাল থেকে বুধবার অবধি উত্তরের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহ অবধি বাংলা জুড়ে এই বর্ষণ (South Bengal Weather) চলবে বলে খবর। জানা যাচ্ছে, বাংলার ওপর বর্তমানে বিস্তৃত আছে মৌসুমি অক্ষরেখা। সেই সঙ্গেই বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে ‘খেল’ দেখাচ্ছে বৃষ্টি।