বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মিটতে না মিটতেই ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় দানা। যার জেরে বাংলায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। এখন অবশ্য আবহাওয়ার খানিক উন্নতি হয়েছে (South Bengal Weater)। মেঘ সরিয়ে উঁকি দিয়েছে সূর্য। এর মধ্যেই ফের আবহাওয়ার বদল নিয়ে বড় আপডেট দিল আইএমডি! দানার ‘দাপট’ একটু কমতেই কী বলল হাওয়া অফিস (Weather Update)?
আবহাওয়া নিয়ে আইএমডির নয়া আপডেট (South Bengal Weather)!
দানার তাণ্ডবের পর উত্তর ওড়িশার নিম্নচাপ অঞ্চল আস্তে আস্তে শক্তি হারাচ্ছে। সাইক্লোনটি (Cyclone) বর্তমানে দুর্বল অবস্থায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি অবধি বিস্তৃত আছে। সেই সঙ্গেই দক্ষিণ-পশ্চিম আরব সাগরে উচ্চ বায়ুর একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপরে রয়েছে।
এর পাশাপাশি লাক্ষাদ্বীপ অঞ্চল থেকে শুরু করে উত্তর তামিলনাড়ুর উপকূল অবধি একটি সিস্টেম এবং অসমের মাঝামাঝিতে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সবের প্রভাবে সম্পূর্ণ দেশের আবহাওয়ায় প্রভাব পড়তে চলেছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ হঠাৎ গায়েব ‘সেই’ ৪ ডাক্তার! গণকনভেনশনে গরহাজির কেন? ‘আসল কারণ’ সামনে আসতেই শোরগোল
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলায় ক্রমে দানার প্রভাব কমে এসেছে। কলকাতা সহ রাজ্যের নানান জেলায় আবহাওয়ার উন্নতি হয়েছে (South Bengal Weather)। ওড়িশা, কেরল, ঝাড়খণ্ডেও বৃষ্টি থেমেছে। সেই সঙ্গেই ভারী বৃষ্টির কারণে যে সকল জায়গায় জল জমেছিল, সেগুলিও অনেকটা নেমেছে।
তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে আজও বাংলার কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই ভিজতে পারে ওড়িশা, ঝাড়খণ্ডের কিছু এলাকা। আজ যেমন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের (Rainfall Alert) সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আজ অথবা আগামীকাল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলাতেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানাচ্ছে, কালীপুজো এবং দীপাবলির সময় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।