বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে বাংলায় রোদ বৃষ্টির খেলা চলছে। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কখনও আবার মেঘ সরিয়ে উঁকি দিচ্ছে রোদ! উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), কমবেশি সর্বত্র দেখা যাচ্ছে এক চিত্র। বুধবার, মহালয়ার দিন যেমন সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের পূর্বাভাস (Weather Update) রয়েছে আজ।
মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া (South Bengal Weather)?
আজ ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টি শুরু হয়েছে। গতরাতের সর্বশেষ বুলেটিন অনুসারে, আজ গোটা দিন দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলার জন্যেও সতর্কতা জারি করা হয়নি। তবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরবঙ্গেও আজ বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরের ৫টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোনও সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুনঃ ‘দেখা হবে, খেলা হবে’! বৃহস্পতিতেই জোর ‘টক্কর’ দেব-কুণালের! কেসটা কী?
আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি কোনও জেলায় আগামীকাল সতর্কতা জারি করা হয়নি।
শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার বেশ কিছু অংশে বর্ষণ (Rain) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগণা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে। সেদিন প্রত্যেক জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার দুই ২৪ পরগণা, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এরপর রবিবার এবং সোমবারও বর্ষণের পূর্বাভাস রয়েছে। ওই দুই দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সকল জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে কোনও জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি।