দক্ষিণবঙ্গে ফের দুর্যোগ! শুক্র থেকে শুরু বৃষ্টির তাণ্ডব! আজ কোন কোন জেলা ভিজবে?

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টি হয়েছে। ঝমঝমিয়ে বর্ষণ আর ডিভিসির ছাড়া জলের কারণে পুজোর আগেই বহু জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ১০টি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষ আধিকারিকদের পাঠিয়েছে নবান্ন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে ‘ম্যান মেড বন্যা’ বলে অভিযোগ করেছেন (South Bengal Weather)। এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Update)।

  • দক্ষিণবঙ্গে ফের ঝমঝমিয়ে শুরু (South Bengal Weather)!

গত সপ্তাহে শুক্রবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার খানিক বদল এসেছে। বৃষ্টি থেমেছে, মেঘ সরিয়ে মুখ বাড়িয়েছে সূর্য। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাব না থাকায় আগামী কয়েকদিন রাজ্যে তেমন ঝেঁপে বৃষ্টি হবে না। তবে অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে।

   
  • শুক্রে সতর্কতা জারি ৫ জেলায়

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা আজ অল্পবিস্তর ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথায় কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

আরও পড়ুনঃ ” রাজি থাকলে…..” নাইট ডিউটিতে কর্মরত নার্সকে লাভ লেটার! লেটার লিখেই বিপাকে যুবক!

আগামীকাল তথা শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ওই ৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

South Bengal weather rainfall alert Kolkata North Bengal West Bengal weather update till 17th September

শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়নি (South Bengal Weather)। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, ওদিকের কোনও জেলায় আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আজ উত্তরের প্রত্যেকটি জেলার একটি অথবা দু’টি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর