চুলোয় যাবে গরম! দু’দিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তুমুল বর্ষণ, হাওয়া অফিসের মেগা আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ কখনও রোদ, কখনও আবার বৃষ্টি। ভাদ্র মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গের ছবিটা অনেকটা এইরকম। বুধবার কিছু কিছু জেলায় অল্পবিস্তর বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে টানা দু’দিন ঝমঝমিয়ে বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)। মায়ানমারের ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরেই কয়েকটা দিন তুমুল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় (Weather Update)।

  • টানা দু’দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)!

হাওয়া অফিসের খবর, মায়ানমারের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী দু’দিনে সেটি উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছবে। এই ঘূর্ণাবর্তের জেরেই হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে।

   
  • কোন কোন জেলায় বর্ষণের পূর্বাভাস?

হাওয়া অফিস জানাচ্ছে, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। শনিবার আবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর কয়েকদিন ফের শুকনো থাকবে দক্ষিণবঙ্গ।

আরও পড়ুনঃ জেলবন্দি অবস্থাতেই জোর ঝটকা! বিরাট পদক্ষেপ নিতে পারে ED, রাতের ঘুম উড়ল সন্দীপের

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (South Bengal Weather)। আজ জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি। মালদায় তুমুল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Rainfall South Bengal weather North Bengal Kolkata West Bengal weather update

উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার আবহাওয়ার কথা বলা হলে, আজ সকালে মহানগরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। তিলোত্তমার সর্বাধিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর