বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। ষষ্ঠীতেও ভিজেছে তিলোত্তমা। এবার সপ্তমীতেও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এবার পুজো রাজ্যে বর্ষণের সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। গত ২৪ ঘণ্টায় রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার অবধি রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে (Weather Update)।
সপ্তমীতে কেমন থাকবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পুজোয় দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণের সামান্য সম্ভাবনা আছে। সকালের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্ত বর্ষণের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। বিকেল অথবা সন্ধের দিকে ঝমঝমিয়ে নামতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে খবর।
আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা বিশেষ নেই। শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে জানা যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তিনটি জেলায় বর্ষণ হবে বলে আপাতত জানানো হয়েছে। উত্তর ২৪ পরগণা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ বিয়ে হতে গিয়েও ভেস্তে যায় শেষমেষ, এই নায়িকার জন্যই আজীবন অবিবাহিত থাকেন রতন টাটা!
অষ্টমীর দিন দক্ষিণবঙ্গের (South Bengal) বাকি জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস আপাতত নেই। হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবারও আবহাওয়া মোটামুটি একইরকম থাকবে বলে খবর। তবে রবিবার হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আজ শহর কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বর্ষণ হতে পারে। শুক্রবারের পর থেকে তিলোত্তমায় বৃষ্টির পরিমাণ কমবে বলে আপাতত জানানো হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে অস্বস্তিকর গরম কাটবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।