মহালয়ার আগে ভাসবে বাংলা! সোম থেকেই শুরু বৃষ্টির তাণ্ডব! ভিজবে কোন কোন জেলা?

বাংলা হান্ট ডেস্কঃ একটানা বৃষ্টি শেষে উঁকি দিয়েছে সূর্য। মেঘ সরিয়ে শরতের আকাশে এখন শুধুই রোদের খেলা। এর মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। জানানো হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর একটি রয়েছে উত্তর থাইল্যান্ড ও সংলগ্ন অঞ্চলে। সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমে এগোতে পারে (South Bengal Weather)। এই দুইয়ের জোড়া ফলায় আগামীকাল বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যে কারণে ফের বৃষ্টি শুরু হতে পারে বাংলায় (Weather Update)।

  • দক্ষিণবঙ্গে ফের বর্ষণ (South Bengal Weather)!

হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপের প্রভাবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলায় বৃষ্টি বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভালোরকম বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। তবে নিম্নচাপ ঠিক কোথায় তৈরি হবে এবং সেটা কোনদিকে এগোবে তা এখনও স্পষ্ট না হওয়ায় দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে এর কেমন প্রভাব পড়বে সেটা এখনই বলা যাচ্ছে না। সোমবারের মধ্যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

   
  • বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আপাতত হাওয়া অফিসের তরফ থেকে বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই চার জেলা হল দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে বাকি জেলাগুলিতে ভারী বর্ষণ হবে কিনা।

আরও পড়ুনঃ পুজোর আগেই বিরাট কর্মসূচি! মমতাকে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে পথে নামছে মহিলা তৃণমূল! কবে জানেন?

অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, সেখানে আপাতত ভারী বর্ষণের পূর্বাভাস (Rainfall Alert) নেই। তবে উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা জানা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বর্ষণের সম্ভাবনা থাকলেও উত্তরের বাকি জেলাগুলি আপাতত শুকনোই থাকবে বলে খবর।

South Bengal weather rainfall alert Kolkata North Bengal West Bengal weather update 19th September

এদিকে বিগত দেড় মাসে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ভালো বৃষ্টি হয়েছে। মহালয়ার আগে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। পুজোর সময় রাজ্যের আবহাওয়া কেমন থাকবে আপাতত সেই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে। পুজোর কয়েকটা দিন বৃষ্টির ‘তাণ্ডব’ যেন না হয় সেটাই কামনা করছেন প্রত্যেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর