কনকনে ঠাণ্ডার সাথে দাপট দেখাবে বৃষ্টি! সপ্তাহের শেষে বড় পরিবর্তন আবহাওয়ার, রইল আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের সাথেই উত্তরবঙ্গে চওড়া হয়েছে  শীতের কামড়। এরই মধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহেই  বিরাট বদল আসবে রাজ্যের আবহাওয়ায় (South Bengal Weather)। শৈলশহর দার্জিলিংয়ে এই কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের বিরাট সম্ভাবনা রয়েছে। একই সাথে পাল্লা দিয়ে নামবে শীতের পারদ।

আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?

জানা যাচ্ছে, সিকিমের পর দার্জিলিং এবং কালিম্পং-এর উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের সঙ্গেই হাড় কাঁপানো শীতের বিরাট সম্ভাবনা রয়েছে। শুক্রবারেই ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীতের আমেজ উপভোগ করেছেন দার্জিলিং-এর পর্যটকরা। এই মুহূর্তে উত্তরের ৫ জেলাতে  শীতের চওড়া স্পেল। কনকনে ঠান্ডায় জবুথবু  পাহাড়বাসি। সেই সাথে কুয়াশার ঘন কালো চাদরে মুড়েছে পাহাড়ি এলাকা।

বছরের শুরুতেই যারা পাহাড়ে ছুটি উপভোগ করছেন তাদের জন্য দারুন সুখবর। বছরের প্রথম উইকেন্ডে দার্জিলিঙে তুষারপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই নতুন বছরে পাহাড়ে বাঙালির শীতের মজা দ্বিগুণ হতে চলেছে। ইতিমধ্যেই শীতের পারদ নামতে শুরু করেছে উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) সব জায়গাতেই। চলতি সপ্তাহেই তাপমাত্রা কমার বিরাট সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকায় জমিয়ে শীতের মজা উপভোগ করছেন পর্যটকরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং,সোনাদা, ঘুমসহ,কালিম্পং-এর পার্বত্য এলাকা। তাছাড়া পাহাড়ি এলাকায় হামেশাই চোখে পড়ছে শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহানোর ছবি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ধমকেই হল কাজ! মা উড়ালপুল নিয়ে বড় সিদ্ধান্ত মমতার

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের উপরের দিকে জেলাগুলিতে শীতের কামড় আরো চওড়া হবে। নিরাশ হবেন না সমতলের মানুষরাও। হালকা বৃষ্টির সাথে ফুরফুরে হাওয়ায় কাঁপবে উত্তরবঙ্গবাসী। দেরিতে হলেও  শীতের মুড অন হয়েছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। যদিও আগামীকাল শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই থাকার বিরাট সম্ভাবনা রয়েছে।

South Bengal Weather

জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রারও খুব একটা বদল হবেনা বলেই মনে করা হচ্ছে। তবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে তিন দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আর উত্তরবঙ্গে বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর