মার্চের শুরুতেই ছ্যাঁকা! গরমের মধ্যেই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাসের শুরু থেকেই গরমের তাপে পুড়তে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। এখন থেকেই বাইরে রোদ্দুরের তেজ সাংঘাতিক। ফ্যান না চালালে ঘরের মধ্যেও টেকা দায় বঙ্গবাসীর! কেউ কেউ আবার এখন থেকেই এসিও চালাতে শুরু করে দিয়েছেন। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এল দারুণ এক স্বস্তির খবর।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর

গত মাসে শীত বিদায় নিতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তবে এরই মাঝে জানা যাচ্ছে, চলতি সপ্তাহে নাকি কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ। তবে জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষে আবার গরম বাড়বে। কলকাতায় ৩৩ ডিগ্রি এবং অন্যান্য জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সম্প্রতি একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামে। তবে এই জোড়া ঘূর্ণাবর্তের মাঝে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জন্য রয়েছে দারুণ খুশির খবর। মার্চ মাস পড়তে না পড়তেই সূর্যদেবের তেজে চারিদিকে একেবারে ত্রাহী-ত্রাহী রব। এমন সময় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,চলতি সপ্তাহের মাঝামাঝি সময় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাবে। যা সপ্তাহের শেষে আবার বাড়বে। যার ফলে কলকাতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর অন্যান্য জেলায় তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: মার্চেই হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে! বৃষ্টিতে ভিজতে পারে ‘এই’ জেলা! একনজরে আবহাওয়ার খবর

জানা যাচ্ছে,আজ অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৪.৪ ডিগ্রি। তবে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি। তবে  আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে শুকনো আবহাওয়া।

হাওয়া অফিস সূত্রে খবর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। তাই উত্তর থেকে দক্ষিণ গোটা বঙ্গেই আপাতত আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। মোটের ওপর পরিষ্কার আকাশই থাকবে। অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকায়। তবে কর্ণাটক উপকূল সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X