বাংলা হান্ট ডেস্কঃ পূর্বাভাসকে সত্যি করে সরস্বতী পুজোতে গায়েব থাকল শীতের আমেজ। রবি-সোম দু’দিনই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে গায়ে সোয়েটার-চাদর রাখা তো দূরের কথা গরম থেকে বাঁচতে হালকা করে ফ্যান চালাচ্ছেন অনেকে। সকাল থেকে কুয়াশার দাপট থাকলেও লেশ নেই ঠান্ডার। তাই বেজায় মন খারাপ শীতপ্রেমীদের। তবে সোমবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এসেছে বিরাট পরিবর্তন। জাঁকিয়ে শীত না পড়লেও আবার ফিরছে শীতের আমেজ।
আগামীকালের আবহাওয়ার বিরাট আপডেট দিল হাওয়া অফিস (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল থেকেই আবার নামতে চলেছে শীতের পারদ। চলতি সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত তাপমাত্রার এই ওঠানামা জারি থাকবে। হালকা শীতের আমেজের সাথে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় থাকবে মেঘলা আকাশ। সেইসাথে রয়েছে ছিঁটে-ফোঁটা বৃষ্টির সম্ভাবনা। জানা যাচ্ছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায়-জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। তবে পাল্লা দিয়ে বেশ খানিকটা কমবে তাপমাত্রার পারদ।
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আরও নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রায় তিন থেকে চার ডিগ্রি নামবে তাপমাত্রা। যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি আসতে চলেছে। তবে আপাতত কয়েকদিন শীতের আমেজ বজায় থাকলেও তা হবে ক্ষণস্থায়ী। তাই নতুন করে দক্ষিণবঙ্গে আর শীতের কামব্যাক করার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: বিকেলেই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার খবর
আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে কমে আসবে দৃশ্যমানতা। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, কলকাতা সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ,পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদীয়া সহ একাধিক জেলায় কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে আকাশ থাকবে আংশিক মেঘলা। কুয়াশার সাথে এই জেলাগুলোতে কমবে তাপমাত্রাও।
দক্ষিণবঙ্গে শীতের লুকোচুরি খেলা চললেও উত্তরবঙ্গের এখনও পর্যন্ত জারি রয়েছে শীতের আমেজ। জানা যাচ্ছে, উত্তরের জেলাগুলিতে আগামী পাঁচদিন তাপমাত্রার কোন হেরফের ঘটবে না। সোম থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং,মালদহ,কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ সমস্ত জেলাতেই থাকছে কুয়াশার সতর্কতা। কুয়াশার জন্য দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।