বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষেও পিছু ছাড়ছে না বৃষ্টি! ভরা ডিসেম্বরে শীতের কাঁপুনি না থাকলেও নিস্তার মিলবে না বৃষ্টির হাত থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহের শেষেও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather):
আগামী কাল ২৮ ডিসেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে পশ্চিমের জেলা গুলিতে যেমন, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। তবে আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ার আবহাওয়া থাকবে শুষ্ক থাকবে বলেই জানা যাচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
এই ভরা পৌষ মাসেও আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরঙ্গের দার্জিলিং, কালিম্পং, এবং জলপাইগুড়িতে। তবে এর মধ্যে কালিম্পঙে হতে পারে শিলাবৃষ্টি। তার জন্যই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বৃষ্টির সাথেই কুয়াশায় মুড়বে উত্তরের জেলা গুলি। উত্তরের প্রায় সব জেলাতাই থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা।
আরও পড়ুন: বাড়বে তাপমাত্রা! ফের ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর
এরপর আবার আগাম ২৯ ডিসেম্বর রবিবারেও দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, এবং মুর্শিদাবাদে। অন্যদিকে সেদিন দক্ষিণের আর বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর আবার ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া শেষ বুলেটিন অনুযায়ী, আগামী কাল ২৮ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর বছরের শেষ দিন গুলোতে ৩০ এবং ৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস।