এক নিমেষে গরম গায়েব! ভোটের দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! কতদিন চলবে বর্ষণ?

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বর্ষার ‘খেল’ দেখা গিয়েছিল। তবে এখন বিগত কয়েক দিকে সেই প্রভাব খানিকটা কমেছে। ফের একটু একটু বাড়তে শুরু করেছে আবহাওয়ার পারদ। এই আবহে এবার বৃষ্টি নিয়ে সুখবর দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, জানাল আবহাওয়া দফতর (Weather Update)।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)

উত্তরবঙ্গে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। দক্ষিণবঙ্গে (South Bengal) জুন মাসের শেষ থেকে বর্ষার ‘ঝোড়ো ইনিংস’ শুরু হয়েছিল। তবে গত কয়েকদিনে ‘স্ট্রাইক রেট’ একটু কমেছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ বিধানসভা উপনির্বাচনের দিনই বৃষ্টিতে (Rainfall) ভিজতে পারে রাজ্যের ৫টি জেলা।

   

হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টির (Rain) পরিমাণ বাড়বে। আগামীকাল থেকে শনিবার অবধি শহর কলকাতা সহ  দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি না হলেও পশ্চিমের জেলাগুলিতে অল্প বিস্তর বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলা, সুখবর দিল হাওয়া অফিস

আজ সকাল থেকে আকাশে খানিক মেঘের আনাগোনা দেখা দিলেও বেলা বাড়তেই চড়া রোদ উঠতে শুরু করে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন দুপুর অথবা বিকেলের দিক করে তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেই সঙ্গেই ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

South Bengal weather

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) কথা বলা হলে, ওখানে এখনও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আজ থেকে উত্তরের জেলাগুলিতে বর্ষণের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভালো রকমের বৃষ্টি তে পারে। আগামী শনিবার অবধি কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর