বাংলা হান্ট ডেস্কঃ মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্যান্ডেলের উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে কোথায় ঠাকুর দেখতে যাওয়া হবে সেই প্ল্যানিংও সেরে ফেলেছেন অনেকে। এমতাবস্থায় সবার একটাই চিন্তা, আবহাওয়া (South Bengal Weather) কেমন থাকবে? এবার সামনে এল বড় আপডেট।
পুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (South Bengal Weather)?
রোদ ঝলমলে আকাশ নাকি বৃষ্টি? পুজোর চারটে দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে এখন এটাই কার্যত ‘লাখ টাকার প্রশ্ন’ হয়ে দাঁড়িয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, নিম্নচাপ ফুঁসছে। তবে পুজোর আনন্দে তা বাধ সাধবে না। জানা যাচ্ছে, আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। উত্তাল হতে পারে সমুদ্র। যে কারণে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Weather Update)। তবে দুর্গাপুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই।
বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হচ্ছে, তার প্রভাবে দুর্গাপুজোর আগে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা (South Bengal)। পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় দু-এক পশলা বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। লাগাতার বৃষ্টিরও তেমন কোনও সম্ভাবনা নেই বলে খবর।
আরও পড়ুনঃ ফুলকি-পর্ণা সব ফেল! পুজোর আগেই ওলটপালট! নতুন বেঙ্গল টপারের নাম দেখলে মাথা ঘুরে যাবে
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বর্ষণের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকবে। যে কারণে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে জানা যাচ্ছে, শুক্রবার তথা আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। শনিবার অবধি বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রবিবার থেকে অবশ্য বর্ষণ কিছুটা কমবে।
সব মিলিয়ে, পুজোর আগে নিম্নচাপ ফুঁসলেও তার প্রভাবে পুজোর সময় রাজ্যে ভারী অথবা একটানা বর্ষণের সম্ভাবনা নেই। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অল্পবিস্তর বৃষ্টি হলেও তাতে তেমন সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।