বাংলা হান্ট ডেস্ক: আজ থেকেই শীতের (Winter) কামড় বেশ ভালোই টের পাচ্ছেন রাজ্যের মানুষ। সকাল থেকে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। যার জেরে হুড়মুড়িয়ে নেমেছে শীতের পারদ। এরইমধ্যে হাতে এল আবহাওয়ার আগাম আপডেট। তাই চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক সপ্তাহের শেষে কতটা কমতে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal Weather)। আজ থেকেই কুয়াশার চাদরে মুড়েছে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলা। কাল আরও বাড়বে ঠান্ডা। অন্তত সেদিকেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার আগাম পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার (South Bengal Weather) আগাম পূর্বাভাস
জানা যাচ্ছে, সপ্তাহের শেষেই কনকনে ঠান্ডায় আরও জবুথবু হবে বাংলা। আগামী ৩ দিনেই কলকাতার (Kolkata) তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ ডিগ্রিতে।এরইমধ্যে আবার চোখ রাঙাচ্ছে নিন্মচাপ। জানা যাচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। তবে এর অভিমুখ থাকবে মূলত শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। আজই এই নিম্নচাপ স্থলভাগে ঢুকে পড়তে পারে।
তবে এই শীতের চওড়া স্পেলের মাঝেই যে আর বৃষ্টির সম্ভাবনা নেই এটুকু আশ্বস্ত করা যেতেই পারে। আপাতত রাজ্যজুড়ে (South Bengal Weather) শুষ্ক আবহাওয়া। সকালে রাজ্যের একাধিক জেলায় আকাশ ঢেকেছিল ঘন কুয়াশায়। অবাধ উত্তুরে হাওয়ায় হুহু করে নামবে পারদ। সবমিলিয়ে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ভালোই খেল দেখাবে শীত। জানা যাচ্ছে আগামী তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। বিশেষ করে শনিবার শীতের দাপট আরও বাড়বে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
কথা মতোই বুধ থেকেই শুরু হয়েছে শীতের নতুন ইনিংস। যা ভালোই উপভোগ করছেন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মানুষজন। আজ থেকে রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। তবে সপ্তাহের শেষে শনিবার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে।
পশ্চিমের (South Bengal Weather) জেলায় ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা। ইতিমধ্যেই ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তিন জেলায়। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ঘন কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। তবে বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা আর কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকার ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা, কি নিয়ে?
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সকাল থেকেই ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। তাই সড়ক চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ের চার জেলাতে ঘন কুয়াশা থাকলেও বাকি চার জেলাতে দু এক জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। ভারী কুয়াশা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বেশিরভাগ জায়গাতেই দৃশ্যমানতা ২০০ থাকবে মিটারের মধ্যে। যা কোথাও কোথাও ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন?
আজই কলকাতায় ২ ডিগ্রি নেমেছে রাতের তাপমাত্রা। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ দিনের মতোই রাতেও তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।
ভিন রাজ্যের আবহাওয়া:
অন্যদিকে শৈত্য প্রবাহের কাঁপছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, মোজাফফরাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র, কচ্ছ। অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি হয়েছে তামিলনাডু, পন্ডিচেরি, কড়াই কালে। ঘন কুয়াশা আছে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, সিকিম,মেঘালয়, অসম, মণিপুর, মিজোরাম, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।