শীত পড়তে না পড়তেই শেষ! পৌষেই চড়ল তাপমাত্রা, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর মাস পড়তে না পড়তেই বেশ জাঁকিয়ে শীত পড়েছিল বঙ্গে। টানা কয়েকদিন লেপ-কম্বল আর সোয়েটার টুপিতে ভালোই শীতের কামড় উপভোগ করছিলেন বঙ্গবাসী। হুড়মুড়িয়ে শীতের স্পেল চওড়া হতে না হতেই আচমকা ছন্দপতন। আচমকা বাড়ল তাপমাত্রা (South Bengal Weather)। কোথায় পৌষ সংক্রান্তির দিন তাপমাত্রা আরও কমবে তা না একেবারে উলটপুরাণ!

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট (South Bengal Weather)

হাওয়া অফিস সূত্রে খবর আরও একবার তাপমাত্রা (South Bengal Weather) ঊর্ধ্বমুখী হতে চলেছে রাজ্যে। যার ফলে মঙ্গলবার থেকে এক ধাক্কায় বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা। এই ভরা পৌষ মাসেও একধাক্কায় ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

যার ফলে বুধবার থেকেই তাপমাত্রা (South Bengal Weather) বৃদ্ধির সাথে সাথেই  শীতের রেশ অনেকটাই কমে আসবে। কিন্তু ভরা পৌষ মাসে শীতের এমন উল্টো দশা কেন? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এর পেছনে আসল কলকাঠি নাড়ছে নিম্নচাপ। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। বর্তমানে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি অবস্থান করছে।

ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ুর দিকেই থাকবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার তুষারপাতের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে কুয়াশার চাদরে মুড়বে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলি।

সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরের প্রায় সব জেলাতে। একই সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও এই কুয়াশার কারণে আগাম সর্তকতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটার বা তারও নীচে নেমে পারে তবে। ঘন কুয়াশার জন্য উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত সতর্কবার্তা জারি রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায়। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।

আরও পড়ুন: কাজের সময়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ! রাজ্যের নয়া নিয়মে তোলপাড়

হাওয়া অফিসের রিপোর্ট বলছে এই কনকনে ঠান্ডাতেও পিছু ছাড়বে না বৃষ্টি। আগামী শুক্রবার-শনিবার মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। জানা যাচ্ছে হালকা দেখে খুব হালকা বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম ও মেদিনীপুর এবং ঝাড গ্রামের মতো জেলাগুলিতে।

South Bengal Weather

সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশাও থাকতে পারে। একই সাথে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হবে বেশ কয়েকটি জেলাতে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের মত জেলায়। পূর্বাভাস অনুযায়ী কলকাতাতেও দিনরাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। কয়েক দিন শীতের ঝোড়ো ইনিংস চললেও আবার কলকাতায়  শীতের পারদ এসে পৌঁছেছে ১৫ ডিগ্রির ঘরে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর