শীতে জুবুথুবু বাংলা! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, রইল আগামীকালের আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের শেষের দিক থেকেই ওঠা নামা করছিল শীতের পারদ। অবশেষে নতুন বছর শুরু হতেই খেল দেখাচ্ছে শীত। কনকনে ঠান্ডায় একেবারে জুবুথুবু শহরবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করেই আজ কলকাতায় (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১২ ডিগ্রিতে। শনিবারই ছিল বছরের শীতলতম দিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট (South Bengal Weather):

আগামীকাল রবিবার সপ্তাহের শেষ দিনেও তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে নতুন সপ্তাহের শুরু থেকেই আবার দু-তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। সেইসাথে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই রাজ্যের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শনি ও রবিবার তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। তবে নতুন সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার থেকেই চড়তে শুরু করবে পারদ। মকর সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা থাকার সম্ভাবনা বেশ কম। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পৌষ সংক্রান্তিতে এই শীতের আমেজ বজায় নাও থাকতে পারে।

আরও পড়ুন: শহরে শীতলতম দিন! তবে রবি থেকেই বাড়বে তাপমাত্রা, বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের

আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই উত্তুরে  হওয়ার দাপট কমে গিয়ে প্রভাব বাড়বে পূবালী হাওয়ার। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণেই আবহাওয়ার বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। আপাতত ১৬ই জানুয়ারি পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমানসহ মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও।

South Bengal Weather
তবে এই কনকনে শীতের মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। সপ্তাহের শুরুর দিন অর্থৎ সোমবার থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং,কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। একই সাথে ওই দিনেই তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর