বাংলা হান্ট ডেস্কঃ জাঁকিয়ে শীত পড়তে না পড়তেই আবার ছন্দপতন! পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীতের বিদায় ঘন্টা আবার বেজেই গিয়েছে। তবে আগামী সপ্তাহ জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা না থাকলেও বজায় থাকবে শীতের আমেজ। সেইসাথে রাজ্যজুড়ে (South Bengal Weather) চলবে কুয়াশার দাপট। সেইসাথে থাকছে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। যার ফলে গোটা রাজ্যজুড়ে আরও একবার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)
জানা যাচ্ছে মাঘ মাসের শুরুতে কনকনে ঠান্ডা না পড়লেও বজায় থাকবে শীতের আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এর ফলে আগামী এক সপ্তাহ শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে রাজ্যে (South Bengal Weather)। রাতের দিকেও আবহাওয়া থাকবে স্বাভাবিকের কাছাকাছি। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা নেমে আসবে ১৪. ১ ডিগ্রির কাছাকাছি। আপাতত আগামী দু-তিন দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোন সম্ভাবনা নেই। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দিনেও প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
ভরা মাঘ মাসে উত্তরের জেলাগুলিকে রীতিমতো টক্কর চলেছে পশ্চিমের জেলাগুলি। যার মধ্যে অন্যতম পশ্চিম-বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দিনে ১১ ডিগ্রির কাছাকাছি নেমে আসতে পারে। পুরুলিয়া তাপমাত্রা নেমে আসতে পারে সিঙ্গেল ডিজিটে অর্থাৎ ৯ ডিগ্রিতে।
আরও পড়ুন: শীত বাড়তেই ফের বৃষ্টি রাজ্যে, কলকাতায় কত ডিগ্রিতে নামবে তাপমাত্রা? আবহাওয়ার খবর
প্রায় সারা বাংলা (South Bengal Weather) জুড়ে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে শুষ্ক আবহাওয়া। তাই বৃষ্টির আপাতত কোন দেখা মিলছে না। অন্যদিকে দু-এক জায়গায় হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। সকালে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে।
উত্তরবঙ্গে আপাতত স্বাভাবিক তাপমাত্রাই রয়েছে। জারি করা হয়েছে ঘন কুয়াশা সতর্কতা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহারে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আপাতত উত্তরবঙ্গ জুড়ে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে তো বটেই একই সাথে সমতলের জেলাগুলিতেও ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নিচে।