বাংলা হান্ট ডেস্কঃ মাঘ মাস পড়তে না পড়তেই আবার জমে উঠেছে শীতের মজা। তাই কোথাও কুয়াশার বুক চিরে আবার কোথাও বা সকালের মিঠে রোদ গায়ে মেখেই কাছে পিঠে চড়ুইভাতী থেকে শুরু করে টুকটাক ঘুরতে বেরিয়ে পড়ছেন সকলেই। এরইমধ্যে দেখতে দেখতে জানুয়ারি মাসের অর্ধেক প্রায় শেষ হয়ে গিয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার বাঁধা টপকে আবার বেশ কনকনে ঠান্ডা পড়েছে গোটা রাজ্যে (South Bengal Weather)।
পশ্চিমবঙ্গে শনিবারের আবহাওয়া কেমন থাকবে? (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অন্তত আগামী ৪ থেকে ৫ দিন এই আবহাওয়াই বজায় থাকবে সারা রাজ্যে (South Bengal Weather)। তবে পশ্চিমী ঝঞ্ঝার আগমনে অবাধ উত্তুরে হওয়ার দাপট আবার কমবে। সেই সাথে জারি থাকবে কুয়াশার দাপট। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিস্কার হবে বলেই জানা যাচ্ছে।
আগামীকাল অর্থাৎ শনিবার ১৮ জানুয়ারি ঢুকবে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। এরপর ২২ শে জানুয়ারি আসছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে উত্তর ভারতের রয়েছে ‘জেড স্ট্রীম উইন্ড’। যার ফলে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবার বাঁধা পেতে চলেছে অবাধ উত্তুরে হাওয়া। তাই, আবার তাল কাটতে চলেছে শীতের।
আরও পড়ুন: মাঘেই জাঁকিয়ে ঠাণ্ডা বাংলায়? কনকনে শীত পড়বে কবে? বড় আপডেট দিল হাওয়া অফিস
আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতেও শুধুমাত্র সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে শুষ্ক আবহাওয়ার কারণে আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই।
অন্যদিকে এই কনকনে ঠান্ডার মধ্যেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকায় এই কনকনে শীতের মধ্যেই দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নীচে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে বেশী। তবে আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গেও আবহাওয়ার হেরফের হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। হাওয়া অফিস সূত্রে খবর শুষ্ক আবহাওয়ার কারণে আপাতত উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।