শুরু শীতের ব্যাটিং! বৃহস্পতি থেকেই আবহাওয়ার ভোলবদল, রইল আগাম আপডেট 

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতে বেশ ভালোই চলছিল শীতের ঝোড়ো ইনিংস। দ্বিতীয় সপ্তাহে চুটিয়ে শীতের কাঁপুনি উপভোগ করেছেন রাজ্যবাসী (South Bengal Weather)। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই চওড়া হয়েছিল শীতের কামড়। কিন্তু যতবারই শীত পড়েছে ততবারই কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। রবিবারেই রাজ্যে নতুন করে প্রবেশ করেছিল আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে আবার বাড়তে শুরু করে দিন রাতের তাপমাত্রা। তবে আজ অর্থাৎ বুধবার থেকেই রাজ্যের আবহাওয়া এসেছে বিরাট পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝার সমস্ত বাঁধা অতিক্রম করেই হু হু করে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তাতেই অবশেষে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছেন বঙ্গবাসী।

আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে গোটা সপ্তাহ জুড়ে শীতের এই আমেজ বজায় থাকবে। আপাতত আবহাওয়ার পরিবর্তন হবে না খুব একটা।  রাজ্যের উত্তর থেকে দক্ষিণ চলতি সপ্তাহের সর্বত্রই বজায় থাকবে শীতের আমেজ। যার ফলে হুড়মুড়িয়ে আবার কমবে শীতের পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বুধবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন হবে। প্রায় পাঁচ দিন মতো বজায় থাকবে এই শীতের আমেজ।

কনকনে এই শীতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার সতর্কতা। আগামী দু’তিন দিন দার্জিলিং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কোচবিহার, মালদা, এবং উত্তর দিনাজপুর জেলায় দাপট চলবে ঘন কুয়াশার। যার ফলে দৃশ্যমান্যতা নেমে আসতে পারে ২০০ থেকে ৫০ মিটারের মধ্যে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দার্জিলিং সহ পার্বত্য জেলা গুলিতে এক ধাক্কায় আরও ৫ ডিগ্রি তাপমাত্রা কমবে। ফলে কার্যত হাড়হিম করা ঠান্ডায় কাঁপতে চলেছে গোটা উত্তরবঙ্গ।

আরও পড়ুন: ৪ জেলায় বিরাট সতর্কতা! আবার শুরু শীতের ইনিংস? কলকাতায় একধাক্কায় কমল ১.২ ডিগ্রি

কুয়াশার সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলাতেও। বিশেষ করে মুর্শিদাবাদ,নদীয়া,পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার বেশি প্রভাব থাকবে। তাই এই শীতের মরশুমেও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিকে আরও একবার টেক্কা দিতে তৈরি তৈরি হচ্ছে পশ্চিমের জেলাগুলি। এমনকি তাপমাত্রা আরও একবার ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত উত্তর-দক্ষিণ উভয়বঙ্গেই  শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কোথাও।

Winter in North Bengal South Bengal weather Kolkata West Bengal weather update 15th January

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকেই অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে আবার শুরু হবে শীতের ইনিংস। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অন্যান্য জেলাগুলির মতোই দীঘা সহ পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতেও পারদ পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকেই দীঘা সহ পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর