বাংলা হান্ট ডেস্কঃ মাঘের শুরুতেই, আবার শুরু হয়েছে শীতের লুকোচুরি! সরস্বতী পুজোর আগে এই ভরা মাঘ মাসে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে দক্ষিণবঙ্গবাসীর (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই গরম আগামী দিনে আরও বাড়বে। আগামী দু’দিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। যদিও আগামী ২৬ জানুয়ারির পর থেকে আবার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীদিনে সর্বনিম্ন তাপমাত্রার দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও কমে যেতে পারে। তবে এই সময় দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। আপাতত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া। জানা যাচ্ছে এই রেশ বজায় থাকবে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই চলতি সপ্তাহ পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নতুন সপ্তাহে অর্থাৎ সোমবার, মঙ্গলবার থেকে দার্জিলিং এবং কালিম্পং-এর একটি বা দুটি অংশে তুষারপাতের সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ছয় জেলায় ওই দুদিনও শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝা! হলুদ সতর্কতা জারি হল রাজ্যের একাধিক জেলায়
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদা মোট ছ’টি জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই কুয়াশার জন্য আগে থেকেই ওই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে দৃশ্যমান্য ৫০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) মোট ১২টি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ,বীরভূম,পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা থাকতে পারে। তাই আগে থেকেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই জেলাগুলিতে কুয়াশার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও আগামীকাল একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।