হাওয়া বদল! মেগা অ্যালার্ট বাংলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই ক্ষণে ক্ষণে বদলাচ্ছে আবহাওয়া। তাপমাত্রা কখনও বাড়ছে আবার কখনো কমে যাচ্ছে। প্রায় প্রত্যেক সপ্তাহেই ওঠা-নামা করছে শীতের পারদ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বড় আপডেট এল, হাওয়া বদলের। জানা যাচ্ছে, আরও একবার কুয়াশার চাদর মুড়ি দিতে চলেছে গোটা বাংলা (South Bengal Weather)। আগামী সপ্তাহের শুরুতেই আরো একবার বৃষ্টিতে ভিজবে পাহাড়। সঙ্গে রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। ইতিমধ্যে শক্তি হারিয়েছে উত্তুরে হাওয়া। সেইসাথে পাল্লা দিয়ে দাপট বাড়ছে পুবালি হাওয়ার।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দিনে বঙ্গোপসাগর থেকে এই পূবালী হওয়ার সাথেই জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে (South Bengal Weather)। এরফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় আবার ঘন কুয়াশার দাপট বাড়বে সারা বাংলায়। আপাতত আগামী দু’দিন রাজ্যে এই ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। আবহাওয়াবিদদের অনুমান, বুধবার সকালে আরও একবার কুয়াশার ঘনঘটা থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামী দু’দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদহ এবং কোচবিহার জেলায়। তারপরের দিন ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি,কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।

ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। মূলত উপকূলবর্তী এবং উত্তরবঙ্গ সংলগ্ন জেলা গুলিতেই কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের ৯ টি জেলা ও ২৩ জানুয়ারি ১২ টি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব-মেদিনীপুর, মুর্শিদাবাদ,বীরভূম এবং নদিয়া জেলা মুড়বে ঘন কুয়াশায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় এই জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: একধাক্কায় তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, সাথেই হাজির বৃষ্টি: আজকের আবহাওয়া

বৃহস্পতিবার কুয়াশার চাদরে মুড়ি দিতে চলেছে কলকাতা, হাওড়া, হুগলি,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং  মুর্শিদাবাদ। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) এই জেলা গুলিতেও বিক্ষিপ্তভাবে দৃশ্যমান্যতা ৫০ মিটারে নেমে আসতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পূবালী হওয়ার দাপটে আরও একবার সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে চলেছে। তাই বুধবার থেকেই আবার বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

Temperature drop South Bengal weather Kolkata North Bengal West Bengal weather update

তবে আশার খবর, এই যে সপ্তাহের শেষে অর্থাৎ আগামী ২৬ জানুয়ারি থেকে আবার হুড়মুড়িয়ে ঢুকতে চলেছে উত্তুরে হাওয়া। যার ফলে আবার চওড়া হতে চলেছে শীতের স্পেল। আবার এক ধাক্কায় তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গে কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টির সাথে তুষারপাত হতে পারে। বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকাতেও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর