গভীর নিম্নচাপে উত্তাল আবহাওয়া! কিছুক্ষনেই তোলপাড় করা বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ৬ জেলায়

বাংলা হান্ট ডেস্ক: রোজই একই কাহিনী। সকালে কিছুটা আর্দ্রতা জনিত অস্বস্তি ওদিকে বেলা গড়ালেই বজ্রবিদ্যুৎ সহ তোলপাড় করা বৃষ্টি। আজও সেই পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া (West Bengal Weather Update) দফতর সূত্রে খবর আজ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

ওদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী দু- ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ ও কাল বৃষ্টির রেশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া (West Bengal Weather Update) দফতর। তবে ১৮ তারিখের পর থেকে বদলে যাবে আবহাওয়া। কমবে বৃষ্টি, পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও।

আরও পড়ুন: ‘অগাধ আস্থা ছিল, কিন্তু..’, CID-র রিপোর্টে হতাশ! এজলাসে বসেই ‘বিরাট’ পদক্ষেপ বিচারপতির

হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরে। অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা।

আরও পড়ুন: ঠেলার নাম বাবাজি! আদালতের নির্দেশের পর ‘এই’ দিন মেধা তালিকা প্রকাশ করতে চলেছে SSC

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া,বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তাপমাত্রাও কমবে।

weather

আগামী দু-তিনদিন ওদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। বাকি জেলা গুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর